লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় কর শিথিল, প্রণোদনা ৫০০ মিলিয়ন

করোনাভাইরাসের জন্য বিপর্যস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের কর আইন শিথিল করার ঘোষণা দিয়েছে ক্যালিফোর্নিয়া। সেই সাথে ৫০০ মিলিয়ন প্রণোদনা বাজেট পাশ করানো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য৷ সোমবার (৩০ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসাম এই ঘোষণা দেন। যেসব ব্যবসায়ী ১ মিলিয়ন ডলার সেলস ট্যাক্স দেন, তাদের জন্য কর প্রদানের সময় ৩ মাস বাড়ানো হয়েছে। এছাড়া ৫ মিলিয়ন ডলার সেলস ট্যাক্স প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সুদহীন ট্যাক্স দেওয়ার সময় বাড়ানো হয়েছে। বড় ব্যবসার ক্ষেত্রেও 'ইন্টারেস্ট-ফ্রি পেমেন্ট' সুবিধার সময়সীমা বাড়ানো হবে বলে জানান গভর্নর। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৫০০ মিলিয়ন ডলার প্রণোদনা বাজেট পাশ হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এককালীন ২৫ হাজার ডলার পাবেন। 'ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্যালিফোর্নিয়ার প্রাণ, করোনার কারণে সেটি নষ্ট হয়ে যেতে দেওয়া যাবে না' বলেন গভিন নিউসাম। করোনার সংক্রমণের কারণে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। লকডাউনের কারণে অনেক প্রতিষ্ঠান পুরোপুরি বা আংশিক বন্ধ হয়েছে৷ সম্প্রতি সংক্রমণ বেড়ে যাওয়ার আবারো নতুন নীতিমালা জারি করেছে রাজ্য কর্তৃপক্ষ। লস এঞ্জেলেসসহ বেশ কিছু কাউন্টিতে ব্যবসায়িক ক্যাপাসিটি সীমিতকরণ করা হয়েছে৷ এছাড়া লস এঞ্জেলেসে স্টে-এট-হোম অর্ডার জারি করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম