লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বইছে গরম হাওয়া, বিচ্ছিন্ন হবে বিদ্যুৎ

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বইছে 'সান্তা আনা উইন্ডস' খ্যাত উষ্ণ ঝড়ো বাতাস। এমন আবহাওয়ায় যে কোনো সময় দাবানল ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। ফলে বুধবার (২ ডিসেম্বর) রাত থেকে লাল পতাকা সতর্কতা জারি করবে কর্তৃপক্ষ। রবিবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকতে পারে। সেইসাথে দাবানল ছড়িয়ে পড়ার শঙ্কায় ৩ লাখের থেকে বেশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তা আনা উইন্ডসের কারণে ক্যালিফোর্নিয়ায় ' জরুরি দাবানল পরিস্থিতি' সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার উপত্যকা ও পাহাড়ে দাবানল ছড়িয়ে পড়ার আশংকা সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে৷ ফলে গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রায় ৩ লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হবে। মূলত লস এঞ্জেলেস, অরেঞ্জ, রিভারসাইড, সান বার্নারডিনো ও ভেনচুরা কাউন্টির কিছু বাসিন্দার বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হবে৷ ক্যালিফোর্নিয়ায় এ বছর রেকর্ড পরিমাণ দাবানলের সৃষ্টি হয়েছে৷ দাবানলের কারণে মারা গেছে অন্তত ৩০ জন বাসিন্দা, পুড়ে ছাই হয়েছে ১০ হাজার বাড়ি। এলএবাংলাটাইমস/ওএম