লস এঞ্জেলেস

ভয়াবহ সংক্রমণের কবলে ক্যালিফোর্নিয়া, আবারো রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। আবারো দৈনিক আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে রাজ্যটিতে। সেইসাথে বেড়েছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা। ক্যালিফোর্নিয়ায় গতকাল আক্রান্ত হয়েছে রেকর্ড ৩৪ হাজার ৪৯০ জন বাসিন্দা। আগের দৈনিক সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডের থেকে প্রায় ১২ হাজার বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছে এবার। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, থ্যাংকসগিভিং হলিডেতে বাসিন্দারা ভ্রমণ ও জনসমাগম করেছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা আবার ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্তের সংখ্যা আরো বাড়বে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা৷ ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলো করোনা রোগীতে পূর্ণ হয়ে গেছে। বেশিরভাগ হাসপাতালের জরুরি বিভাগে আসন সংকট দেখা দিয়েছে। সেই সাথে হাসপাতালের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উপকরণের ঘাটতিও রয়েছে৷ স্বাস্থ্য ব্যবস্থা এভাবে বিপর্যস্ত হওয়ায় কর্তৃপক্ষ শুধু খুব জরুরি রোগীদেরই আগে চিকিৎসা দেওয়ার কথা ভাবছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দাকে স্টে হোমের আওতায় আনা হয়েছে। যেসব অঞ্চলের হেলথ কমপ্লেক্স কিংবা হাসপাতালে ইনসেনটিভ কেয়ারের স্থান সংকুলান ১৫ শতাংশে কমে আসবে, সেসব অঞ্চলেই 'স্টে-এট-হোম' অর্ডার জারি করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম