লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় আগুনে পুড়ে আহত ছয়

ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনোতে আগুনে পুড়ে ছয়জন আহত হয়েছে। বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশ্ববর্তী বাড়িতে ছড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে৷ বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় দুর্ঘটনাটি ঘটেছে। স্যান বার্নারডিনো ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, গার্ডেন ড্রাইভের বেজলিন স্ট্রিটে এই দুর্ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলাযোগ থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। এই সময় আগুন পাশ্ববর্তী একটি ভবনে ছড়িয়ে পড়ে। ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে ছয়জন আহত হয়। তবে তাদের অবস্থা কতোটা গুরুতর সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম