লস এঞ্জেলেস

সংক্রমণ এড়াতে ডাউনলোড করুন 'সিএ কোভিড নোটিফাই এপ'

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাসিন্দাদের জন্য ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ সতর্কতামূলক স্মার্টফোন এপ চালু করেছে। 'সিএ কোভিড নোটিফাই এপ' নামের স্মার্টফোন এপটি মূলত ব্যবহারকারী কোনো করোনা রোগীর সংস্পর্শে রয়েছেন কী না- সেই বিষয়ে সতর্কতামূলক বার্তা পাঠাবে। কোথায় এবং কীভাবে ডাউনলোড করা যাবে এই এপটি? এন্ড্রোয়েড এর ক্ষেত্রে: এন্ড্রোয়েড ফোন এর জন্য এপটি অফিশিয়াল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে। প্লে স্টোর থেকেই এপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে। আইফোন এর ক্ষেত্রে: আইফোন ব্যবহারীদের জন্য এপটি ডাউনলোড প্রক্রিয়া কিছুটা জটিল। এক্ষেত্রে নিম্নের ধাপ অনুসরণ করতে হবে - ফোনের সেটিংস > এক্সপোজার নোটিফিকেশন > ইউনাইটেড স্টেটস > ক্যালিফোর্নিয়া > হিট এগ্রি > টার্ন অন নোটিফিকেশন। এলএবাংলাটাইমস/ওএম