লস এঞ্জেলেস

আবারো সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ক্যালিফোর্নিয়ায়

নতুন বছরের শুরুতে আবারো দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো ক্যালিফোর্নিয়ায়। শুক্রবারে (১ জানুয়ারি) একদিনে রাজ্যটিতে ৫৮৫ জন বাসিন্দা করোনায় মারা গেছে। দ্য স্টেট ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, একই দিনে রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৪৭ হাজার বাসিন্দা। করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার জন। রাজ্যের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে করোনা রোগীর চাপ আগের থেকে আরো অনেক বেড়েছে। স্বাস্থ্যসেবীরা বলছেন, হাসপাতালগুলো এক ভয়াবহ অবস্থার মাঝখানে দাঁড়িয়ে আছে। চারদিকে মৃত্যু ও আক্রান্ত ভয়াবহভাবে ছড়িয়ে গেছে। লস এঞ্জেলেসের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভয়াবহ অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। এছাড়া জরুরি বিভাগের আসন আশংকাজনক হারে কমে গেছে। এই পরিস্থিতি সামাল দিতে গভর্নর গেভিন নিউসাম ইউএস আর্মির সহায়তা নিয়েছেন। লস এঞ্জেলেসের ছয়টি হাসপাতালে অক্সিজেন সাপ্লাই এর জন্য জরুরি স্থাপনা নির্মাণ করতে সহায়তা করবেন ইউএস আর্মির সদস্যরা। বেশিরভাগ হাসপাতালগুলোতেই অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। সেই সাথে জরুরি বিভাগের আসন সংকট এখনো কাটেনি। এখনো সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় জরুরি বিভাগের কোনো আসন খালি নেই। দ্য সান জোয়াকুইন ভ্যালির জরুরি বিভাগেও কোনো আসন নেই। দ্য বে এরিয়াতে ছয় শতাংশ আসন খালি রয়েছে, সেক্রামেন্টোতে খালি রয়েছে ১১ শতাংশ জরুরি বিভাগের আসন। এদিকে, লস এঞ্জেলেস কাউন্টিতেও করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার ২০ হাজার জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২০০ জন। স্বাস্থ্যসেবীরা জানান, লস এঞ্জেলেসের প্রতি ১০ মিনিটে একজন করে বাসিন্দা মারা যাচ্ছে৷ ফলে কাউন্টি জুড়ে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। গতকাল ৯০ জন বাসিন্দাকে রাতের বেলা আটক করেছে লস এঞ্জেলেস পুলিশ। এলএবাংলাটাইমস/ওএম