লস এঞ্জেলেস

ডিজনিল্যান্ডে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির ডিজনিল্যান্ড রিসোর্টে চালু করা হচ্ছে টিকাদান কর্মসূচি কার্যক্রম। করোনার কারণে আপাতত বন্ধ রয়েছে আকর্ষণীয় এই থিম পার্কটি। সোমবার (১১ জানুয়ারি) অরেঞ্জ কাউন্টি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অরেঞ্জ কাউন্টির টিকাদান কর্মসূচি কার্যক্রমের জন্য ডিজনিল্যান্ডকে বৃহৎ 'পয়েন্ট অব ডিসপেনসিং' হিসেবে ব্যবহার করা হবে। অরেঞ্জ কাউন্টিতে মোট পাঁচটি বৃহৎ 'পয়েন্ট অব ডিসপেনসিং' সাইট চালু করা হবে। এরমধ্যে প্রথম সাইট হিসেবে ডিজনিল্যান্ড থিম পার্ককে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। বাকি সাইটগুলোর নির্ধারিত স্থানও খুব শীঘ্রই ঘোষণা করবে কর্তৃপক্ষ। এই সপ্তাহের পর থেকেই ডিজনিল্যান্ডে টিকাদান কর্মসূচি কার্যক্রম চালু হতে পারে। প্রতিদিন হাজার হাজার মানুষকে করোনার টিকার আওতায় আনতে এই বৃহৎ সাইটগুলো চালু করা হবে। ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ বলেন, করোনার ক্রান্তিকালে মানুষের জীবন রক্ষার্থে টিকাদান কর্মসূচি কার্যক্রমে অবদান রাখতে পারে আমরা গর্বিত। এদিকে, লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ ডজার স্টেডিয়ামে টিকাদান কর্মসূচি কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে। প্রতিদিন ১২ হাজার বাসিন্দাকে এখানে টিকা দেওয়া সম্ভব হবে। এর আগে ডজার স্টেডিয়ামকে করোনা টেস্টিং সাইট হিসেবে ব্যবহার করেছে কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম