লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে 'আন্ডারগ্রাউন্ড পার্টি' থেকে আটক ১৮২

লস এঞ্জেলেস কাউন্টিতে দুইটি আলাদা আন্ডারগ্রাউন্ড পার্টি থেকে ১৮২ জনকে আটক করেছে পুলিশ। এসব পার্টি থেকে ব্যাপক হারে ও দ্রুত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৯ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়। তবে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট অফিস বিষয়টি মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ করেছে। শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, দুইটি বানিজ্যিক বিল্ডিং এ আন্ডারগ্রাউন্ড পার্টির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ভেরমোন্ট-স্লাউশোন ব্লক ও পিকো বোলেভার্ড ব্লকের দুইটি বিল্ডিং এ এই অভিযান দুইটি চালানো হয়। তবে অভিযান বিষয়ে আর কোনো বৃত্তান্ত প্রকাশ থেকে বিরত থেকেছে শেরিফ ডিপার্টমেন্ট অফিস। মূলত করোনার সংক্রমণ রোধে লস এঞ্জেলেস কাউন্টিতে সকল প্রকার জনসমাগম ও পার্টি নিষিদ্ধ করা হয়েছে। তবু প্রায়শই স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা ভঙ্গ করে পার্টি করা হচ্ছে লস এঞ্জেলেসে। শেরিফ এলেক্স ভিলানুইভা বলেন, 'ইতোমধ্যে আমরা বেশকিছু আন্ডারগ্রাউন্ড পার্টির খবর পেয়ে অভিযান পরিচালনা করেছি। সংক্রমণ রোধে এসব সুপার স্প্রেডার আন্ডারগ্রাউন্ড পার্টিতে অভিযান অব্যাহত থাকবে। আমাদের এখন প্রধান লক্ষ হচ্ছে যে কোনো উপায়ে করোনার সংক্রমণ রোধে কাজ করা'। লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সকল পার্টি ও জনসমাগম এড়িয়ে যেতে বাসিন্দাদের পরামর্শ দিয়ে বলেন, 'করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা বৃদ্ধি রুখতে আমাদের অবশ্যই পরিবারের বাইরে অন্য কারো সাথে মেলামেশা ও জনসমাগম বন্ধ করতে হবে'। এলএবাংলাটাইমস/ওএম