লস এঞ্জেলেস

এলএ বাংলা টাইমস আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সময়সীমা বাড়ল

বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রভিত্তিক এলএ বাংলা টাইমসের আয়োজনে ও শিশু-কিশোরদের অংশগ্রহণে রচনা লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সময়সীমা বাড়ানো হলো। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ও প্রতিযোগিদের আগ্রহের ভিত্তিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিযোগিতার সময়সীমা বর্ধিত করা হয়েছে। আগ্রহীদের ৩১ মার্চের মধ্যে প্রতিযোগিতার জন্য লেখা রচনা ও আঁকা ছবি  labanglatimes@gmail.com এ ইমেইল করতে হবে। ইমেইলের সঙ্গে সংযুক্ত থাকতে হবে প্রতিযোগীর নাম, বয়স, পরিচয়পত্র ও মোবাইল নম্বর। রচনা ও ছবি আঁকার ক্ষেত্রে বিষয় নির্ধারণ করা হয়েছে, বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধ’। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস প্রবাসী শিশু-কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ইতোমধ্যে বিষয়ভিত্তিক বেশকিছু রচনা ও আঁকা ছবি এলএ বাংলা টাইমসের কাছে পৌঁছেছে। আগামী ৩১ মার্চের পর রচনা ও আঁকা ছবিগুলো মূল্যায়ন করা হবে। প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ীদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবে এলএ বাংলা টাইমস কর্তৃপক্ষ।   এলএবাংলাটাইমস/এনএইচ