লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃত ৩০ হাজার ছাড়ালো

ক্যালিফোর্নিয়ায় করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩০ হাজার বাসিন্দার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) একদিনে ৫৪৮ জন মারা যাওয়ায় নতুন এই 'মাইলফলক' স্পর্শ করেছে রাজ্যটি।একই দিনে রাজ্যজুড়ে আক্রান্ত হয়েছে ৩৬ হাজারের বেশি বাসিন্দা। ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর মধ্যে করোনায় অন্যতম বিপর্যস্ত লস এঞ্জেলেস কাউন্টিতেও মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানায়, মঙ্গলবার কাউন্টিতে করোনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে৷ সেই সাথে আক্রান্ত হয়েছে আরো ১১ হাজার ৯৯৪ জন বাসিন্দা। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার জন। আগামী সপ্তাহের মধ্যেই মোট আক্রান্ত ১০ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা গেছেন ১২ হাজার ৬৭৪ জন বাসিন্দা। দৈনিক মৃতের গড় দাঁড়িয়েছে ২৩০ জনে। বর্তমানে লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৭ হাজার ৯২৬ জন বাসিন্দা। এদের মধ্যে ২২ শতাংশ রোগীই জরুরি বিভাগে রয়েছেন। তবে স্বস্তির বিষয় হচ্ছে, ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস এর স্টেট সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি জানিয়েছেন, গত সপ্তাহে রাজ্যের হাসপাতালগুলোতে প্রতিদিন ৩ হাজার ৫০০ জন করোনা রোগী ভর্তি হতো। এই সপ্তাহে করোনায় রোগী ভর্তির সংখ্যা ২ হাজার ৫০০ জনে নেমেছে। তবে ক্যালিফোর্নিয়া রাজ্যের টিকাদান কর্মসূচি কার্যক্রম অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ধীরে চলছে। মোট ৩০ লাখ টিকা পেয়েছে রাজ্যটি, তবে এখন পর্যন্ত মাত্র ৮ লাখ ১৬ হাজার বাসিন্দাকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে। অপরদিকে টেক্সাস রাজ্য ২০ লাখ টিকা বরাদ্দ পেয়ে প্রায় ১০ লাখ টিকা সফলভাবে বিতরণ করতে পেরেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম টিকাদান কর্মসূচিকে বেগবান করতে বেশকিছু প্রস্তাবনা পাশ করেছেন। আগামী সপ্তাহের মধ্যেই ১০ লাখ টিকা বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এছাড়া বুধবারের মধ্যে টিকা বিতরণের নতুন নীতিমালা পেশ করার কথা রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম