লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার ১৩ কাউন্টিতে 'স্টে হোম' অর্ডার প্রত্যাহার

নরদার্ন ক্যালিফোর্নিয়ার ১৩টি কাউন্টিতে স্টে হোম অর্ডার তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মেয়র গেভিন নিউসাম। ওই কাউন্টিগুলোর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসায় স্টে এট হোম অর্ডার তুলে নেওয়া হলো। তবে দ্য ফ্রান্সিসকো বে এরিয়া, দ্য সান জোয়াকুইন ভ্যালি ও সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোতে এখনো স্টে এট হোম অর্ডার জারি রয়েছে। নরদার্ন ক্যালিফোর্নিয়ার ১৩ কাউন্টিতে স্টে হোম অর্ডার তুলে নেওয়া হলেও এখনো বাসিন্দাদের কঠোর নীতিমালা মেনে চলতে হচ্ছে। গত বছরের ১০ ডিসেম্বর ক্যালিফোর্নিয়া জুড়ে করোনার সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় স্টে এট হোম অর্ডার ও বাইরে জনসমাগম নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। তবে এখন নিষেধাজ্ঞা তুলে ফেলায় বাইরে বসে খাবার খাওয়া, চার্চ, পার্লার ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান চালু করার সুযোগ রয়েছে। এছাড়া এখন তিন পরিবারের বাসিন্দারা একত্রে জমায়েত করার সুযোগ পাবে। নরদার্ন ক্যালিফোর্নিয়ার হাসপাতালের পরিস্থিতির উন্নতি হওয়ায় স্টে এট হোম অর্ডার তুলে নেওয়া হচ্ছে জানিয়ে গভর্নর গেভিন নিউসাম বলেন, 'তবু আমাদের সতর্ক থাকতে হবে। নিয়মিত মাস্ক পড়তে হবে ও যতোটুকু সম্ভব সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। মূলত থ্যাংকসগিভিং হলিডের পর থেকে সংক্রমণ নতুন মাত্রা ধারণ করেছিলো ক্যালিফোর্নিয়ায়। রাজ্য জুড়ে করোনায় আক্রান্ত বাড়ার পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়েছে অনেক। বেড়েছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও। ক্যালিফোর্নিয়ায় করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩০ হাজার বাসিন্দার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) একদিনে ৫৪৮ জন মারা যাওয়ায় এই 'মাইলফলক' স্পর্শ করেছে রাজ্যটি।একই দিনে রাজ্যজুড়ে আক্রান্ত হয়েছে ৩৬ হাজারের বেশি বাসিন্দা। ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর মধ্যে করোনায় অন্যতম বিপর্যস্ত লস এঞ্জেলেস কাউন্টিতেও মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানায়, মঙ্গলবার কাউন্টিতে করোনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে৷ সেই সাথে আক্রান্ত হয়েছে আরো ১১ হাজার ৯৯৪ জন বাসিন্দা। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার জন। আগামী সপ্তাহের মধ্যেই মোট আক্রান্ত ১০ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা গেছেন ১২ হাজার ৬৭৪ জন বাসিন্দা। দৈনিক মৃতের গড় দাঁড়িয়েছে ২৩০ জনে। এলএবাংলাটাইমস/ওএম