লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় এবার টিকা পাচ্ছেন বয়স্করা

ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এবার ৬৫ বছর ও তার বেশি বয়েসী নাগরিকদের করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। বুধবার (১৩ জানুয়ারি) গভর্নর গেভিন নিউসাম এই ঘোষণা দেন। এই ঘোষণায় বাড়তি ৬০ লাখ বাসিন্দা নতুন করে টিকাদান কর্মসূচিত আওতায় আসছেন। তবে ক্যালিফোর্নিয়ায় টিকাদান কর্মসূচি আশানুরূপ গতিতে না চলায় টিকা পেতে কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বাসিন্দাদের। টিকাদান কর্মসূচির কার্যক্রম নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। ৬৫ বছর ও তার বেশি বয়েসী বাসিন্দাদের ধাপ 1A এর আওতায় নিয়ে আসা হয়েছে। গভর্নর গেভিন নিউসাম জানান, আমাদের টিকাদান কর্মসূচি কিছুটা ধীর গতিতে চলছে। কিন্তু করোনায় ঝুঁকিপূর্ণ ধাপে রয়েছে যারা, অগ্রাধিকারের ভিত্তিতে তাদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। তবে বেশকিছু কাউন্টিতে এখনই ৬৫ বছর বা তার বেশি বয়েসীদের টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে না। লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীদের টিকা দিয়ে শেষ করার পর ৬৫ বা তার বেশি বয়েসীদের টিকার আওতায় আনার কথা জানান। লস এঞ্জেলেস কাউন্টিতে আগামী সপ্তাহের মধ্যে ৫ লাখ স্বাস্থ্যকর্মীকে টিকাদান কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করেছে। তবে এই পরিমাণ টিকা লস এঞ্জেলেস কাউন্টিতে বর্তমানে নেই। কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্যকর্মীদের অনেকেই এখনো টিকা পায়নি। তাই আমরা এখনই বয়স্ক নাগরিকদের টিকার আওতায় আনতে পারছি না। লস এঞ্জেলেস কাউন্টিতে এখন পর্যন্ত ৪ লাখ ৯০ হাজার টিকার বরাদ্দ এসেছে৷ তবে এখন পর্যন্ত মাত্র ১ লাখ ৫১ হাজার স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম