লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার টিকাদান কেন্দ্রগুলো কোথায়? জেনে নিন!

ক্যালিফোর্নিয়ায় গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। প্রথম ধাপে শুধুমাত্র রাজ্যের স্বাস্থ্যকর্মী ও ৬৫ বা তার বেশি বয়েসী বাসিন্দারা টিকা পাচ্ছেন। ইতোমধ্যে ব্যাপকহারে টিকাদান কর্মসূচি কার্যক্রম চালাতে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কিছু কাউন্টিতে বৃহৎ 'সুপার পয়েন্ট অব ডিস্ট্রিবিউশন' এর স্থান নির্ধারণ করা হয়েছে। এসব পয়েন্টে ব্যাপকহারে টিকাদান কর্মসূচি শুরু হবে খুব শীঘ্রই। ইতোমধ্যে লস এঞ্জেলেস কাউন্টি, ডিজনিল্যান্ড কাউন্টি ও রিভারসাইড কাউন্টি কর্তৃপক্ষ টিকাদান কার্যক্রম চালাতে কিছু সাইটের নাম ঘোষণা করেছে। লস এঞ্জেলেসের ডজার স্টেডিয়াম: লস এঞ্জেলেস কাউন্টির ডজার স্টেডিয়ামকে অস্থায়ী টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে৷ প্রতিদিন ১২ হাজার বাসিন্দাকে টিকা দেওয়ার মতো করে প্রস্তুত করা হচ্ছে স্টেডিয়ামটি। আগামী শুক্রবার থেকে এই সাইট চালু করা হচ্ছে। টিকাদান বিষয়ে যেকোনো তথ্য জানতে বাসিন্দারা VaccinateLACounty.com এই ঠিকানায় ভিজিট করতে পারতে পারবে। বিনামূল্যে বাসিন্দাদের টিকাটি দেওয়া হবে। সাধারণ নাগরিকদের কাছে টিকাটি পৌঁছাতে এপ্রিল বা জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে। অরেঞ্জ কাউন্টির ডিজনিল্যান্ড: অরেঞ্জ কাউন্টির বিখ্যাত ডিজনিল্যান্ড রিসোর্টে চালু করা হচ্ছে টিকাদান কর্মসূচি কার্যক্রম। করোনার কারণে আপাতত বন্ধ রয়েছে আকর্ষণীয় এই থিম পার্কটি। কর্তৃপক্ষ জানিয়েছে, অরেঞ্জ কাউন্টির টিকাদান কর্মসূচি কার্যক্রমের জন্য ডিজনিল্যান্ডকে বৃহৎ 'পয়েন্ট অব ডিসপেনসিং' হিসেবে ব্যবহার করা হবে। অরেঞ্জ কাউন্টিতে মোট পাঁচটি বৃহৎ 'পয়েন্ট অব ডিসপেনসিং' সাইট চালু করা হবে। এরমধ্যে প্রথম সাইট হিসেবে ডিজনিল্যান্ড থিম পার্ককে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। বাকি সাইটগুলোর নির্ধারিত স্থানও খুব শীঘ্রই ঘোষণা করবে কর্তৃপক্ষ। এই সপ্তাহের পর থেকেই ডিজনিল্যান্ডে টিকাদান কর্মসূচি কার্যক্রম চালু হতে পারে। প্রতিদিন হাজার হাজার মানুষকে করোনার টিকার আওতায় আনতে এই বৃহৎ সাইটগুলো চালু করা হবে। লং বিচ কাউন্টির কনভেনশনাল সেন্টার: লং বিচ কর্তৃপক্ষ জানায়, লং বিচ কাউন্টি কনভেনশনাল সেন্টারকে অস্থায়ীভাবে টিকাদান কার্যক্রমের সাইট হিসেবে ব্যবহার করা হবে। আগামী কয়েক সপ্তাহ পরেই এখানে টিকাদান কার্যক্রম পুরোদমে শুরু হয়ে যাবে। জানুয়ারির ২৩ তারিখের পর স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ৬৫ বা তার বেশি বয়েসীদেরকে টিকা দেওয়া শুরু হবে। এরপর জানুয়ারির ২৫ তারিখ থেকে লং বিচ ইউনিফাইড ডিস্ট্রিক্ট স্কুলের শিক্ষক ও স্টাফরা টিকা পাবেন। এর পরের সপ্তাহ থেকে অনলাইনের মাধ্যমে সাধারণ জনগণ টিকা পাওয়ার আবেদন করতে পারবে। রিভারসাইড কাউন্টির গোল্ডেনভয়েস: মিউজিক কনসার্টের আয়োজক গোল্ডেনভয়েস এর নির্ধারিত স্থান প্রাথমিকভাবে টিকাদান সাইট হিসেবে কাজ করতে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে। এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও গোল্ডেনভয়েসের খোলা স্থানেই অস্থায়ী টিকাদান ক্যাম্প চালু করা হতে পারে।   এলএবাংলাটাইমস/ওএম