লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে কঠোর হচ্ছে মাস্ক ব্যবহার আইন, জরিমানার বিধান

করোনা প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর আইন জারি করতে যাচ্ছে লস এঞ্জেলেস কাউন্টি। বুধবার (১৩ জানুয়ারি) বাসিন্দাদের মাস্ক ব্যবহার নিশ্চিতে আইন জারির জন্য লস এঞ্জেলেস সিটি কাউন্সিল ভোট দিয়েছে। সেই সাথে মাস্ক ব্যবহার করতে যারা অস্বীকৃতি জানাবে অথবা কারো সাথে মাস্ক ছাড়া মুখোমুখি হবে, তাদের বিরুদ্ধে অধ্যাদেশ জারির খসড়া তৈরি করতে সিটি এটর্নিকে নির্দেশ দেওয়া হয়েছে। কাউন্সিলম্যান মাইক বনিনের প্রস্তাবিত অধ্যাদেশে যারা 'ইনডোর পাবলিক প্লেসে' মাস্ক ব্যবহার করবে না, তাদের বিরুদ্ধে জরিমানার বিধান রাখা হয়েছে। সেই সাথে যারা কারো সাথে মুখোমুখি হওয়ার সময় মাস্ক ব্যবহার করবে না, তাদের জন্যও একই বিধান রাখা হবে৷ কাউন্সিলম্যান মাইক বেনিন বলেন, দুইটি কারণে মাস্ক বিষয়ে এই অধ্যাদেশ জারি করা প্রয়োজন হয়ে পড়েছে৷ প্রথমত মাস্ক ছাড়াই বাসিন্দারা শপিংমল সেন্টারগুলোতে ভীড় করছে, মাস্ক পড়তে বললেও অনেকে সেটি শুনছেন না। দ্বিতীয়ত, অনেকে মাস্ক ছাড়াই পাবলিক প্লেসে অন্যের 'পার্সোনাল স্পেস' এ চলে যাচ্ছে, অনেকেই এটি করোনার বিরুদ্ধে তাদের 'এগ্রেসিভ' মনোভাব দেখানোর জন্য করছে। ফলে করোনা সংক্রমণ কোনো ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাইক বেনিনের এই অধ্যাদেশে সায় দিয়েছেন অন্য কাউন্সিলম্যানরাও। তাঁরা বলেন, 'সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে, এতে খুব শীঘ্রই মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আসবে না। তাই বাসিন্দাদের মাস্ক ব্যবহারে আইন জারি করা প্রয়োজন। অন্যথায় জরিমানার বিধান রাখা উচিত'। এই অধ্যাদেশে আগামী ৩০ দিনের মধ্যে বাসিন্দাদের মাস্ক ব্যবহারের প্রতিবেদন তৈরির পাশাপাশি সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ এবং সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক প্রতিবেদন জমা দিতে বলা হয়। এছাড়া প্রধান বিধায়কের সাথে সম্মিলিতভাবে সিটি এডমিনিস্ট্রেটিভ অফিস, ইকোনমিক ওয়ার্কফোর্স এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ কর্তৃপক্ষকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রচারণা ও বাসিন্দাদের মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধ করার জন্য কাজ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম