লস এঞ্জেলেস

বাইডেনের শপথ গ্রহণ: লস এঞ্জেলেস এরিয়ায় নিরাপত্তা জোরদার

আসন্ন জানুয়ারির ২০ তারিখ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ট্রাম্পপন্থি সমর্থকদের হামলা ও সহিংসতার ব্যাপারে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) । এফবিআই জানিয়েছে, ২০ জানুয়ারি অনুষ্ঠেয় অভিষেক অনুষ্ঠানের আগে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের রাজধানীতে সশস্ত্র বিক্ষোভের পরিকল্পনা করেছে ট্রাম্পপন্থি সমর্থকেরা। এই ধরনের বিক্ষোভের আশঙ্কা অন্তত ২০ জানুয়ারির আগ পর্যন্ত থাকবে। বিক্ষোভকারীরা সরকারি আদালত ও প্রশাসনিক বিল্ডিং এ হামলার পরিকল্পনা করছে বলেও সতর্ক করেছে এফবিআই। এফবিআই এর এই সতর্কবার্তার পর লস এঞ্জেলেস এরিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। লস এঞ্জেলেসে কাউন্টি শেরিফ এলেক্স ভিয়ানুয়েভা জানান, আমরা নিরাপত্তা বিষয়ে ফেডারেল স্টেট এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। এছাড়া যে কোনো সহিংসতা রুখে দিতে আমাদের গোয়েন্দাবাহিনী নজরদারি রাখছে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে আমরা সরকারি ভবনের নিরাপত্তা জোরদার করছি। হামলার শঙ্কায় সবচেয়ে বেশি নিরাপত্তা জারি করা হয়েছে ক্যালিফোর্নিয়ার স্টেট ক্যাপিটলে। নিয়মিত নিরাপত্তার বাইরে বাড়তি কড়া নিরাপত্তা বেষ্টনী যুক্ত করা হয়েছে, যোগ করা হয়েছে বাড়তি জনবল।  তবে ক্যালিফোর্নিয়ার ক্যাপিটলে হামলার শঙ্কার সুস্পষ্ট কোনো তথ্য রয়েছে কী না, এই বিষয়ে তথ্য প্রকাশ থেকে বিরত থেকেছে কর্তৃপক্ষ। এছাড়া স্যাক্রোমেন্টোর ক্যাপিটলে বাড়তি কী নিরাপত্তা বেষ্টনী জারি করা হয়েছে, সেটি জানাতেও অস্বীকৃতি জানায় কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া স্টেট ক্যাপিটলের নিরাপত্তা প্রধান এলিসা ব্যাকলে জানান, যেকোনো ধরণের হামলা প্রতিহত করার জন্য আমাদের সশস্ত্রবাহিনী প্রস্তুত রয়েছে। নতুন নিরাপত্তা বেষ্টনী যোগ করা হয়েছে, সেই সাথে জনবল বাড়ানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছেন, সামনের দিনগুলোতে স্যাক্রামেন্টোয় বিক্ষোভের আশঙ্কায় সবাই ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজন হলে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। ক্যালিফোর্নিয়ার ক্যাপিটলের সুরক্ষায় নিয়োজিত থাকবে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল। তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমরা উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।’ এলএবাংলাটাইমস/ওএম