লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বয়স্করা টিকা পাবেন ফেব্রুয়ারিতে

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোতে শুরু হয়েছে টিকাদান। তবে অন্যান্য কাউন্টিগুলোর তুলনায় লস এঞ্জেলেস কাউন্টিতে টিকাদান কর্মসূচি চলছে অনেক ধীর গতিতে। ক্যালিফোর্নিয়ার অধিকাংশ কাউন্টিতে স্বাস্থ্যসেবীদের পাশাপাশি ৬৫ বছর ও এর বেশি বয়েসীদের টিকা দেওয়া শুরু হয়েছে। তবে লস এঞ্জেলেসের এখনো স্বাস্থ্যসেবীদেরকেই টিকা দেওয়া বাকি রয়েছে। লস এঞ্জেলেস কাউন্টিতে অন্তত ৫ লাখ স্বাস্থ্যসেবী এখনো টিকার আওতায় আসেনি। ফলে এখনই ৬৫ বা এর বয়েসী বাসিন্দাদের টিকার আওতায় আনা যাচ্ছে না। তবে লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ কর্তৃপক্ষ জানায়, আগামী ফেব্রুয়ারি মাসে লস এঞ্জেলেসের বয়স্ক নাগরিকদের টিকার আওতায় আনার চেষ্টা করা হবে। এদিকে, গবেষণায় দেখা গেছে মহামারি করোনার শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টির প্রতি ৩ জন বাসিন্দার মধ্যে ১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সম্প্রতি লস এঞ্জেলেস কাউন্টি হেলথ সার্ভিসেসের গবেষণায় এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। গবেষণা অনুসারে, লস এঞ্জেলেস কাউন্টির ১০ মিলিয়ন বাসিন্দার মধ্যে ৩ মিলিয়ন বাসিন্দা করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার বাসিন্দা। এখন পর্যন্ত করোনা টেস্টের মাধ্যমে আক্রান্তের যে ফল এসেছে, গবেষণার ফলে আক্রান্তের সংখ্যা আরো ৩ গুণ বেশি। এলএবাংলাটাইমস/ওএম