লস এঞ্জেলেস

প্রথম কাউন্টি হিসেবে ১০ লাখ আক্রান্ত ছাড়ালো লস এঞ্জেলেসে

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের কাউন্টিগুলোর মধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতেই প্রথম আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ালো। লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, শনিবার (১৬ জানুয়ারি) ১৪ হাজার ৬৯৯ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গেছে ২৫৩ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে ১০ লাখ ৩ হাজার ৯২৩ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৩ হাজার ৭৪১ জন। মৃতদের মধ্যে অধিকাংশের বয়স ৮০ বছরের উপরে।
৩০ থেকে ৪৯ বছর বয়েসী বাসিন্দা মারা গেছে ১২ জন। ১৮ থেকে ২৯ বছর বয়েসী বাসিন্দা মারা গেছে ৪ জন। শুক্রবার পর্যন্ত কাউন্টির হাসপাতালে রোগী ভর্তি ছিলো ৭ হাজার ৫৯৭ জন। এর মধ্যে ২২ শতাংশ রোগী জরুরি বিভাগে ভর্তি ছিলো। এদিকে, লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ কর্তৃপক্ষ জানায়, আগামী ফেব্রুয়ারি মাসে লস এঞ্জেলেসের বয়স্ক নাগরিকদের টিকার আওতায় আনার চেষ্টা করা হবে। প্রসঙ্গত, গবেষণায় দেখা গেছে মহামারি করোনার শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টির প্রতি ৩ জন বাসিন্দার মধ্যে ১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সম্প্রতি লস এঞ্জেলেস কাউন্টি হেলথ সার্ভিসেসের গবেষণায় এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। এলএবাংলাটাইমস/ওএম