লস এঞ্জেলেস

প্রথমবারের মতো লস এঞ্জেলেসে শনাক্ত করোনার নতুন স্ট্রেইন!

প্রথমবারের মতো লস এঞ্জেলেস কাউন্টিতে এক করোনার রোগীর শরীরে নতুন স্ট্রেইন B.1.1.7 শনাক্ত হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ করোনার নতুন স্ট্রেইনে আক্রান্ত হয়েছে। অরেগন রাজ্য থেকে সম্প্রতি ভ্রমণ করে এসেছে সে। আপাতত আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে এবারই প্রথম নতুন স্ট্রেইনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেন, ইতোমধ্যে অনেকের মাঝে নতুন স্ট্রেইন ছড়িয়ে থাকতে পারে। কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'ইতোমধ্যে আমাদের হাসপাতালগুলোতে ৭ হাজার ৫০০ জন বাসিন্দা ভর্তি রয়েছে। এরমধ্যে লস এঞ্জেলেসে নতুন স্ট্রেইনের উপস্থিতি আরো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে'। করোনার গতানুগতিক ভাইরাসটি থেকে নতুন স্ট্রেইন B.1.1.7 আরো ঝুঁকিপূর্ণ ও মানুষ থেকে মানুষে আরো দ্রুত ছড়াতে পারে বলে জানা গেছে। তবে এটি প্রাণঘাতি নয় বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। সাধারণত যেসব অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানেই এই স্ট্রেইনটির সংক্রমণ সনাক্ত হচ্ছে। নতুন এই স্ট্রেইন মোকাবেলায় করোনার মতো একই স্বাস্থ্যবিধি পালন করতে হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। বাসিন্দাদের জনসমাগম এড়িয়ে চলা, হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা ও ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। এলএবাংলাটাইমস/ওএম