লস এঞ্জেলেস

এলএ বাংলা টাইমস এর সিইও ফেসবুক বিচ্ছিন্ন

লস এঞ্জেলেস থেকে প্রকাশিত সর্বাধিক জনপ্রিয় বাংলা অনলাইন নিউজপোর্টাল ‘এলএ বাংলা টাইমস' এর সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসী কমিউনিটির সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত সুধী, আপনারা জানেন যে, আমি আব্দুস সামাদ- ৭ বছর যাবত জনপ্রিয় অনলাইন পোর্টাল এলএ বাংলা টাইমস এর সিইও ও কমিউনিটি এক্টিভিস্ট হিসেবে কমিউনিটির জন্য বিভিন্ন সচেতনামূলক এবং সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি (Abdus Samad) ফেসবুক কর্তৃপক্ষ স্থগিত করেছে। ফলে ফেসবুকে আমার আইডি সার্চ করে কেউ পাচ্ছেন না। অনেকেই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন বলেও পরবর্তীতে জানিয়েছেন। আমি বিগত ১২ বছর ধরে একমাত্র এই ফেসবুক আইডিই ব্যবহার করছি। আমার বন্ধুতালিকায় কাজের খাতিরে ও ব্যক্তিগত যোগাযোগের জন্য অনেক স্বনামধন্য ও গণ্যমান্য ব্যক্তি রয়েছেন। এর আগে কখনোই আমাকে ফেসবুক কর্তৃপক্ষ তাদের পলিসি ভঙ্গ ও অনিয়মের জন্য ব্যান করেনি। আপনারা জানেন যে, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক নির্বাচন নিয়ে উত্তাল সময় পার করছে। এই ধারাবাহিকতায় সম্প্রতি ক্যাপিটল হিলে হামলা করেছে ট্রাম্পপন্থি সমর্থকেরা। এই ঘটনার পর থেকেই ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ তাদের নীতিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে। সহিংসতা ও উস্কানী রোধে বেশকিছু হাই-প্রোফাইল ফেসবুক আইডি স্থগিত করেছে কর্তৃপক্ষ। মূলত, যেসব ফেসবুক প্রোফাইল থেকে নিয়মিত বিভিন্ন তথ্য সরবরাহ করা হয় ও যেসব প্রোফাইলের মালিক ফেসবুকের বড় কয়েকটি কমিউনিটি গ্রুপ ও পেইজের এডমিন, তাদের আইডি সাময়িক সময়ের জন্য স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, আমি আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে এলএ বাংলা টাইমসের সংবাদগুলো বিভিন্ন সময় কমিউনিটির অন্যান্যদের সাথে শেয়ার করে থাকি। এছাড়া বেশ কয়েকটি গ্রুপ ও পেইজের মাধ্যমে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক তথ্য শেয়ার করি। তাই সতর্কতা স্বরূপ ফেসবুক সাময়িক সময়ের জন্য আমার ফেসবুক প্রোফাইল স্থগিত করে রেখেছে। আমি পরিষ্কার করে পাঠকদের জানাতে চাই, শুধুমাত্র 'সন্দেহভাজন হাই-প্রোফাইল' আইডি হিসেবে আমার আইডি স্থগিত করা হয়েছে। আমি একজন গণতন্ত্রপন্থী ও যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি আমার আস্থা, পূর্ণ সম্মান ও শ্রদ্ধা রয়েছে। যুক্তরাষ্ট্রের চলমান রাজনৈতিক সংকটে আমার ও আমার নিউজ পোর্টাল এলএ বাংলা টাইমস এর 'উস্কানীমূলক' কোনো ভূমিকা নেই। প্রসঙ্গত, যারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন ও যারা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক, তাদেরকে আমি ব্যক্তিগত WhatsApp নাম্বার +1-310-619-3532 এ যোগাযোগ করতে আহবান জানাচ্ছি।  ইতোমধ্যে আমি আমার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি ও আমার আইডির বিষয়ে জবাবদিহিতা করতে ফেসবুক কর্তৃপক্ষকে আইনী নোটিশ পাঠিয়েছি। এরপর ফেসবুক কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে আমার আইডি পুনরুদ্ধারে কাজ শুরুর কথা জানিয়েছে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আব্দুস সামাদ সিইও এলএ বাংলা টাইমস