লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে চালু হচ্ছে আরো ৫ টিকাদান কেন্দ্র

লস এঞ্জেলেস কাউন্টিতে চালু হচ্ছে আরো পাঁচটি নতুন টিকাদান কেন্দ্র। স্থবির টিকাদান কর্মসূচিতে গতি ফিরিয়ে আনতে এই কেন্দ্রগুলো খোলা হচ্ছে। নতুন টিকাদান কেন্দ্রগুলো হচ্ছে- ইংল্যাওউডের ফোরাম, নর্থিজ ক্যাল স্টেট, সিক্স ফ্ল্যাগ ম্যাজিক মাউন্টেন, দ্য পোমোনা ফেয়ারপ্লেক্স ও ডাউনির এলএ কাউন্টি এডুকেশন অফিস। vaccinatelacounty.com এই ওয়েবসাইটে যেয়ে টিকাদান কেন্দ্র বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানান, টিকাদান কর্মসূচি কিছুটা ধীর গতিতে চললেও অন্যান্য অনেক রাজ্য থেকে টিকা বেশি বিতরণ হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টির ডজার স্টেডিয়ামকে এর আগে করোনার অস্থায়ী টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহারের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। প্রতিদিন ১২ হাজার বাসিন্দাকে টিকা দেওয়ার মতো করে প্রস্তুত করা হচ্ছে স্টেডিয়ামটি। এদিকে, লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ কর্তৃপক্ষ জানায়, আগামী ফেব্রুয়ারি মাসে লস এঞ্জেলেসের বয়স্ক নাগরিকদের টিকার আওতায় আনার চেষ্টা করা হবে। এদিকে, গবেষণায় দেখা গেছে মহামারি করোনার শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টির প্রতি ৩ জন বাসিন্দার মধ্যে ১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সম্প্রতি লস এঞ্জেলেস কাউন্টি হেলথ সার্ভিসেসের গবেষণায় এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। এলএবাংলাটাইমস/ওএম