লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় করোনার ভ্যারিয়েন্ট 'L452R' এ আক্রান্ত রোগী বাড়ছে

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কাউন্টিতে করোনার ভিন্ন আরেক স্ট্রেইন 'L452R' এ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যুক্তরাজ্যের স্ট্রেইন B.1.1.7 থেকে এই স্ট্রেইনটির বৈশিষ্টের ভিন্নতা রয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) স্টেট অফিশিয়াল সূত্র জানায়, লস এঞ্জেলেস, অরেঞ্জ, রিভারসাইড, সান বার্নার্ডিনো এবং সান দিয়েগোসহ ক্যালিফোর্নিয়ার অন্তত ১২টি কাউন্টিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট 'L452R' এ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কাউন্টিতে গত বছরের নভেম্বর থেকে এই স্ট্রেইনে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া আগে সান্তা ক্লারা কাউন্টিতে এই ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেয়। তবে এখন পর্যন্ত এই স্ট্রেইনটি নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রেসহ আরো অনেক দেশেই এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। 'L452R' ভ্যারিয়েন্ট মানুষ থেকে মানুষে দ্রুত ছড়িয়ে পড়ে কী না, এই বিষয়ে বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত তথ্য দেননি। তবে মাস্ক ব্যবহার, হাত ধোয়া ও একে অপরের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এলএবাংলাটাইমস/ওএম