লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে নীতি পরিবর্তন: বয়স্করা টিকা পাবেন শীঘ্রই

লস এঞ্জেলেস কাউন্টিতে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে জরুরি নীতিমালা পরিবর্তন করে বয়স্কদের টিকাদান কর্মসূচির সময় এগিয়ে আনা হয়েছে। নতুন নির্দেশিত নীতি অনুযায়ী, ৬৫ এবং তার বেশি বয়েসী বাসিন্দাদের আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থেকে টিকা দেওয়া শুরু হবে। লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজারস চেয়ার হিলডা সোলিস সোমবার (১৮ জানুয়ারি) এই নির্দেশিত এক্সিকিউটিভ অর্ডার সই করেন। লস এঞ্জেলেস কাউন্টিতে এখনো ৫ লাখ স্বাস্থ্যসেবী টিকাদান কর্মসূচির আওতার বাইরে আছে৷ ফলে কর্তৃপক্ষ জানিয়েছিলো, আগামী ফেব্রুয়ারির শুরু থেকে বয়স্কদের টিকাদান কর্মসূচি শুরু করা হবে। হিলডা সোলিস স্বাক্ষরিত নির্দেশনার পর বিবৃতিতে তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরেই লস এঞ্জেলেস কাউন্টিতে শুধুমাত্র স্বাস্থ্যসেবীদের টিকা দেওয়া হচ্ছে। তবে সংক্রমণ ঠেকাতে ৬৫ বছর ও তার বেশি বয়েসীদের দ্রুত টিকাদানের আওতায় আনা প্রয়োজন। এলএবাংলাটাইমস/ওএম