লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার দক্ষিণে ধেয়ে আসছে ঝড়ো হাওয়া

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ধেয়ে আসছে উষ্ণ ঝড়ো হাওয়া সান্তা আনা উইন্ডস। ঝড়ো হাওয়া থেকে বিভিন্ন স্থানে দাবানলের শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। দাবানলের শঙ্কা থাকায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণের অনেক বাসিন্দা বেশকিছু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে। এলএ কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মঙ্গলবার গরম ঝড়ো হাওয়া বয়ে যাবে। সেই সাথে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কমে যাবে। ফলে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এছাড়া ঝড়ো হাওয়ার কারণে সান্তা ক্লারিটা থেকে হাই কান্ট্রি, লস এঞ্জেলেস বেসিন থেকে সান্তা মনিকা মাউন্টেনসসহ উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি রয়েছে। সতর্কতা অবলম্বনে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিজস্ব লোকবল যোগান দিচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম