লস এঞ্জেলেস

পার্লামেন্টে হামলার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় আটক ৩

যুক্তরাষ্ট্রের জাতীয় পার্লামেন্টে হামলা ও সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলের ৩ বাসিন্দাকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এই তথ্য গণমাধ্যমে জানিয়েছে। এফবিআই জানায়, আটক তিনজনই বেভারলি হিলের বাসিন্দা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) জিনা বিসিগনানো (৫২), জন স্ট্রেনড (৩৭) এবং সিমোন গোল্ড (৫৫) নামের তিনজনকে ক্যাপিটল হিলের হামলার অভিযোগে আটক করা হয়েছে। খুব শীঘ্রই লস এঞ্জেলেসের ফেডারেল কোর্টে তাদের বিরুদ্ধে শুনানি শুরু হবে। এদিকে, বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জো বাইডেন। আর এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে হামলার আশংকার ব্যাপারে সতর্ক করেছে এফবিআই। ফলে ক্যাপিটল হিলসহ ক্যালিফোর্নিয়ার সেক্রামেন্টো ক্যাপিটলে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম