লস এঞ্জেলেস

জমছে মৃতদেহ: লস এঞ্জেলেসে স্থগিত 'এয়ার কোয়ালিটি রুলস'

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত করোনায় মৃত ২ হাজার ৭০০ জন বাসিন্দার মৃতদেহ জমা পড়ে আছে শবাধারের কোল্ড স্টোরেজগুলোতে। তাই শবাধারের উপর উদ্ভুত চাপ কমাতে সাময়িক সময়ের জন্য লস এঞ্জেলেস কাউন্টি এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে এয়ার কোয়ালিটি কন্ট্রোল আইন স্থগিত করেছে। লস এঞ্জেলেস কাউন্টির ২৮টি শবাধারের কোল্ড স্টোরেজগুলোতে প্রচুর মৃতদেহ জমা পড়ে আছে। তবে লস এঞ্জেলেস এয়ার কোয়ালিটি রুলস এর কারণে এসব মৃতদেহ দাহ করার জন্য এতোদিন পুরোদমে কাজ চালিয়ে যায়নি শবাধারগুলো। এর কারণ, লস এঞ্জেলেসের এয়ার কোয়ালিটির নিয়ম অনুযায়ী, বাতাসে দূষণের পরিমাণ কমাতে একদিনে নির্দিষ্ট সংখ্যক মৃতদেহ পোড়াতে হবে। মৃতদেহ দাহ করার ফলে বাতাসে মার্কারিসহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক বস্তু মিশে যাওয়ায় সতর্কতা স্বরূপ এই নিয়ম জারি করে কর্তৃপক্ষ। তবে করোনায় মৃতের হার ব্যাপক বেড়ে যাওয়ায় আগামী ১০ দিনের জন্য লস এঞ্জেলেস কাউন্টির এয়ার কোয়ালিটি রুলস স্থগিত করেছে কর্তৃপক্ষ। সাময়িক সময়ের জন্য এই আইন স্থগিত না করলে শবাধারের কোল্ড স্টোরেজে কোনো জায়গা খালি থাকবে না বলে জানায় কর্তৃপক্ষ। সাউথ কোস্ট এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট এর সুপারিশে এই আইন সাময়িক সময়ের জন্য এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে স্থগিত করা হয়েছে। মহামারি শুরুর আগের তুলনায় বর্তমানে প্রায় দ্বিগুণ সংখ্যক বাসিন্দা মারা যাচ্ছে। ফলে শবাধারগুলোতে চাপ পড়েছে দ্বিগুণ। লস এঞ্জেলেসে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১৩ হাজার ৯৩৬ জন বাসিন্দা। এলএবাংলাটাইমস/ওএম