লস এঞ্জেলেস

বয়স্কদের টিকাদান শুরু করেছে সান বার্নার্ডিনো

ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টিতে ৬৫ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। দ্য বোর্ড অব সুপারভাইজার বয়স্কদের টিকাদান কার্যক্রমের ঘোষণা দিয়ে জানায়, 'আমাদের সিনিয়র সিটিজেনরা করোনায় আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। তাই দ্রুততম সময়ের মধ্যে তাঁদের টিকার আওতায় আনতে হবে'। তবে এখন পর্যন্ত টিকার ডোজ সংকটে রয়েছে সান বার্নার্ডিনো কাউন্টি। ক্যালিফোর্নিয়া স্টেট কর্তৃপক্ষ যতো দ্রুত টিকা বরাদ্দ দিবে, সান বার্নার্ডিনো কর্তৃপক্ষ ততো দ্রুত বয়স্ক বাসিন্দাদের টিকা দিতে পারবে। টিকা নিতে বয়স্ক বাসিন্দাদের sbcovid19.com/vaccine ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া টিকা বিষয়ে সর্বশেষ আপডেট পেতে হলে ও নোটিফিকেশন পেতে হলে sbcovid19.com/vaccine এই ঠিকানায় যেতে হবে। টিকা বিষয়ে কোনো তথ্য জানতে কিংবা যে কোনো প্রয়োজনে সপ্তাহের প্রতি সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্টি হেলথ ডেস্কের হটলাইন নাম্বার  (909) 387-3911 এ কল দিয়ে যোগাযোগ করার আহবান জানায় কর্তৃপক্ষ। অনলাইনে টিকা গ্রহণের অগ্রীম রিজার্ভেশন দেওয়ার পর নির্দিষ্ট দিন ও সময়ে যেয়ে টিকা গ্রহণ করতে হবে। টিকাদান কেন্দ্রগুলো হচ্ছে - ARMC Family Health Centers in San Bernardino and Rialto Hesperia Health Center Ontario Health Center San Bernardino Health Centre County Human Resources Test Center (County employees only) টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম