লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস কাউন্টিতে টিকা সংকট চরমে

লস এঞ্জেলেস কাউন্টিতে মারাত্মক টিকা সংকট রয়েছে বলে জানিয়েছেন কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। লস এঞ্জেলেস কাউন্টিতে এখনো পর্যন্ত প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়াই শেষ হয়নি। এর মধ্যে ৬৫ ও এর বেশি বয়েসী নাগরিকদের জন্য টিকাদান কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ২০ জানুয়ারি থেকে বয়স্কদের জন্যও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকা গ্রহণে রিজার্ভেশন শুরু হয়েছে ইতোমধ্যে। কিন্তু কাউন্টি পাবলিক হেলথের কর্মকর্তারা জানিয়েছেন, টিকা সংকট চরম আকার নিয়েছে। লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, যারা বয়স্ক আছেন তাদের টিকাদান কার্যক্রম শুরু হলেও এখনই সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে না। আমরা প্রতি সপ্তাহে যে ডোজ পাবো, তার উপর নির্ভর করবে আমরা কতোজনকে টিকা দিতে পারবো। লস এঞ্জেলেস কাউন্টিতে ১০ লাখ ৪০ হাজার বয়স্ক নাগরিক ও ৮ লাখ স্বাস্থ্যকর্মী রয়েছে। এদের দুইবার করে টিকার ডোজ দিতে প্রায় ৪০ লাখ টিকার ডোজ প্রয়োজন। তবে লস এঞ্জেলেস কাউন্টিতে রয়েছে ৮ লাখ ৫০ হাজার ডোজ টিকা। ফলে বয়স্ক নাগরিকেরা টিকার অগ্রীম রিজার্ভেশন এর জন্য রেজিস্ট্রেশন করতে ও এপয়েন্টমেন্ট পেতে দেরি হতে পারে৷ রেজিস্ট্রার করতে ভিজিট করুন-  VaccinateLACounty.com এলএবাংলাটাইমস/ওএম