লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস কাউন্টি হাসপাতালে বাড়ছে মৃতের সংখ্যা

করোনায় আক্রান্ত হয়ে লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীদের মধ্যে মৃত্যুর হার বেড়েছে। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব হেলথ সার্ভিসেসের এক গবেষণায় দেখা গেছে, নভেম্বর মাসের পরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে মৃত্যুর হার বেড়েছে প্রতি চারজনে একজন। এর আগে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্রতি আটজনের মধ্যে একজনের মৃত্যুর শঙ্কা ছিলো। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ হাজার বাসিন্দা। এর মধ্যে নভেম্বরের পরেই মারা গেছে ৪ হাজার জন। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব হেলথ সার্ভিসেসের ডিরেক্টর ড. রজার লুইস বলেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে মৃতের সংখ্যা বাড়ার কারণ এখন অপেক্ষাকৃত গুরুতর অসুস্থ বাসিন্দারাই হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে হাসপাতালে মৃতের সংখ্যা বেড়েছে। প্রসঙ্গত, জনস হপকিন্স ইউনিভার্সিটির সূত্র মতে, লস এঞ্জেলেস কাউন্টিতে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ২১২ জন, মারা গেছে ২৬২ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা হয়েছে ১৪ হাজার ৩৭৪ জন, আর মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ৪ হাজার জন। এলএবাংলাটাইমস/ওএম