লস এঞ্জেলেস

অরেঞ্জ কাউন্টিতে চালু দ্বিতীয় টিকাদান কেন্দ্র

অরেঞ্জ কাউন্টিতে ডিজনিল্যান্ডের পর দ্বিতীয় আরেকটি টিকাদান কেন্দ্র চালু করেছে কর্তৃপক্ষ। আলিসা ভিয়েজোর সোকা ইউনিভার্সিটি অব আমেরিকাকে দ্বিতীয় অস্থায়ী টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। আগামী শনিবার (২৩ জানুয়ারি) থেকে ইউনিভার্সিটি জিমে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। এর আগে ডিজনিল্যান্ড থিম পার্ককে প্রথম অস্থায়ী টিকাকেন্দ্র হিসেবে গড়ে তুলেছে অরেঞ্জ কাউন্টি কর্তৃপক্ষ। তবে ঝড়ো আবহাওয়ার কারণে দুইদিন ধরে বন্ধ রয়েছে টিকাদান কেন্দ্রটি।

অরেঞ্জ কাউন্টিতে প্রথমধাপে স্বাস্থ্যসেবী ও ৬৫ বছর ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া হচ্ছে। এদিকে, অরেঞ্জ কাউন্টিতে করোনার প্রকোপ আগের থেকে কিছুটা কমেছে। গত সপ্তাহে অরেঞ্জ কাউন্টিতে ১৮৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এর আগের সপ্তাহে মারা যায় ২৭৯ জন। এখন পর্যন্ত অরেঞ্জ কাউন্টিতে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৫০৮ জন। তবে, অরেঞ্জ কাউন্টিতে আক্রান্তের হার আগের থেকে কমেছে৷ প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ৭৮ দশমিক ৮ থেকে কমে ৬৭ দশমিক ১ এ নেমে এসেছে। এলএবাংলাটাইমস/ওএম