লস এঞ্জেলেস

স্কুল ক্যাম্পাস চালুর দরখাস্ত নাকচ ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের

লস এঞ্জেলেস ইউনিফাইড ডিস্ট্রিক্ট স্কুলগুলোর ক্যাম্পাস আংশিক খুলে দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্ট। বুধবার (২০ জানুয়ারি) শিশুদের অধিবক্তা হিসেবে কাজ করা দুইটি সংগঠনের করা আবেদন বাতিল করে দিয়েছে ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্ট বিচারক। সংগঠন দুইটি লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ গাইডলাইনের আওতায় লস এঞ্জেলেস ইউনিফাইড ডিস্ট্রিক্ট স্কুলের ক্লাসরুম যতোটুকু সম্ভব খোলা রাখার আবেদন জানায়। সংগঠন দুইটির দাবি, ইন-পারসন ক্লাসরুম বন্ধ থাকার কারণে শিশুদের পড়ালেখার মারাত্মক ব্যাঘাত ঘটছে। তবে এর আগে লস এঞ্জেলেস ইউনিফাইড সুপার অস্টিন বুয়েটনার জানায়, লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ অব্যাহতভাবে বাড়তে থাকায় সকল স্কুল ক্যাম্পাস বন্ধ করা হলো। এর পাঁচদিন পরে ক্লাসরুম খুলে দেওয়ার জন্য দরখাস্ত করা হয়। প্রসঙ্গত, জনস হপকিন্স ইউনিভার্সিটির সূত্র মতে, লস এঞ্জেলেস কাউন্টিতে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ২১২ জন, মারা গেছে ২৬২ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা হয়েছে ১৪ হাজার ৩৭৪ জন, আর মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ৪ হাজার জন। এলএবাংলাটাইমস/ওএম