লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস কাউন্টিতে ছোট ব্যবসায়ীরা পাচ্ছেন ক্ষুদ্র ঋণ

লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণ প্রকল্প চালু করা হচ্ছে। লস এঞ্জেলেস কাউন্টি ডেভেলপমেন্ট অথোরিটি (এলএসিডিএ) আগামী জানুয়ারির ২৮ তারিখ থেকে 'স্মল বিজনেস স্টেবিলাইজেশন লোন প্রোগ্রাম' চালু করছে। করোনায় বিপর্যস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের রক্ষার্থে ইউএস ইকোনমিক ডেভেলপমেন্ট এডমিনিস্ট্রেশন ১০ মিলিয়ন ডলারের এই ক্ষুদ্র ঋণ প্রকল্প পাশ করেছে। করোনা রিলিফ, এইড এন্ড ইকোনমিক সিকিউরিটি এক্ট রিকোভারি এসিস্টেনস এর আওতায় এই অর্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রদান করা হবে। মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা টিকিয়ে রাখতে ও কর্মহীনতা ঠেকাতেই এই ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করা হচ্ছে। চলতি মাস জানুয়ারির ২৮ তারিখ থেকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের জন্য আবেদন কার্যক্রম শুরু হবে। এই ক্ষুদ্র ঋণ পেতে হলে ঋণ প্রত্যাশিদের একটি ওয়েবিনারে যোগ দিতে হবে। Applying for An Affordable & Flexible LACDA loan নামের এই ওয়েবিনারে যোগ দিতে অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবিনারে অংশ নেওয়ার পর ক্ষুদ্র ঋণ পেতে কী কাগজপত্র লাগবে, সেগুলো জানানো হবে। এরপর ক্ষুদ্র ঋণ এর জন্য আবেদনকারীদের সাথে যোগাযোগ করা হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন-  https://lnks.gd/l/eyJhbGciOiJIUzI1NiJ9.eyJidWxsZXRpbl9saW5rX2lkIjoxMDEsInVyaSI6ImJwMjpjbGljayIsImJ1bGxldGluX2lkIjoiMjAyMTAxMjEuMzM3NDM3MTEiLCJ1cmwiOiJodHRwczovL2JpenN0YWJpbGl6YXRpb24ubGFjZGEub3JnLz91dG1fY29udGVudD0mdXRtX21lZGl1bT1lbWFpbCZ1dG1fbmFtZT0mdXRtX3NvdXJjZT1nb3ZkZWxpdmVyeSZ1dG1fdGVybT0ifQ.eUS7kZUvtnntuV5MOvqkDMIS8sbru7KR9WXaTM98Wk4/s/678055197/br/93454663111-l ক্ষুদ্র ব্যবসায়ীর আবেদনের প্রেক্ষিতে ৫০ হাজার ডলার থেকে ৩ মিলিয়ন ডলার পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রাপ্তির আবেদন করা যাবে৷ সেক্ষেত্রে কমপক্ষে দুই বছর ধরে ব্যবসায়িক কার্যক্রম চালু থাকতে হবে। লস এঞ্জেলেস কাউন্টি ডেভেলপমেন্ট অথোরিটি (এলএসিডিএ) জানায়, করোনার কারণে বিপর্যস্ত অর্থনীতি টিকিয়ে রাখতে ও লস এঞ্জেলেস কাউন্টির ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে এই প্রকল্প চালু করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম