লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের 'অভিবাসীপূর্ণ' এলাকায় সংক্রমণ বেশি

লস এঞ্জেলেস কাউন্টির কিছু এলাকায় করোনার সংক্রমণ ব্যাপক হারে ছড়াচ্ছে। এসব এলাকাকে বলা হচ্ছে 'হাই রিস্ক জোন'। এসব এলাকায় মূলত যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসা অভিবাসীদের বসবাস বেশি। লস এঞ্জেলেস সিটি কাউন্সিলম্যান গিল সেডিল্লো বুধবার (২০ জানুয়ারি) জানান, লস এঞ্জেলেস কাউন্টির ওয়েস্টলেক, পিকো ইউনিয়ন, হাইল্যান্ড পার্ক, কোরিয়াটাউন এবং লিংকন হাইটস- এই পাঁচটি এলাকাকে 'হাই রিস্ক জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ তিনি বলেন, 'এই পাঁচ এলাকায় করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়াচ্ছে। এগুলো হাই রিস্ক জোন ও এই দাবীর পিছনে আমাদের কাছে শ'খানেক প্রমাণ আছে'। গিল সেডিল্লো অফিস সূত্র জানিয়েছে, এই পাঁচটি এলাকায় সম্মিলিতভাবে সোমবার ৪৩ হাজার ৬৩৫ জন আক্রান্ত হয়েছে, মারা গেছে ৮১৭ জন। ওয়েস্টলেকে আক্রান্তের সংখ্যা ছিলো ৬ হাজার ৫৯৮ জন, পিকো ইউনিয়নে ৬ হাজার ৯০ জন, হাইল্যান্ড পার্কে ৪ হাজার ৯৬০ জন, কোরিয়াটাউনে ৫ হাজার ৫৩৫ জন ও লিংকন হাইটসে ৪ হাজার ৪১৮ জন। সেডিল্লো বিবৃতিতে বলেন, 'এখনো করোনাভাইরাস মারাত্মক প্রাণঘাতী, এটি জনগণকে বুঝতে হবে। বিশেষ করে এই পাঁচ ঘনবসতিপূর্ণ, দারিদ্র্যযুক্ত ও নাগরিকত্ব সমস্যাযুক্ত এলাকায় সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি'। এসব অভিবাসী বাসিন্দাদের জন্য ওইসব এলাকায় ইংরেজি, চাইনিজ, কোরিয়ান ও স্প্যানিশ ভাষায় স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্কতামূলক সংকেত ও পোস্টার লাগিয়েছে কর্তৃপক্ষ। এসব পোস্টারে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া ও সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে নির্দেশনা রয়েছে। এইসব এলাকার বয়স্ক বাসিন্দাদের টিকা নিতে আহবান জানিয়েছে কর্তৃপক্ষ। টিকা নিতে আগে থেকে অগ্রীম রেজিস্ট্রেশন করতে হবে। টিকা গ্রহণের রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন- vaccinatelacounty.com করোনা টেস্টের রেজিষ্ট্রেশন করাতে ভিজিট করুন-
coronavirus.lacity.org/testing এলএবাংলাটাইমস/ওএম