লস এঞ্জেলেস

তদন্তের মুখে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট

বেআইনী ও জোরপূর্বক বল প্রয়োগের অভিযোগে তদন্তের মুখে পড়তে যাচ্ছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট। প্রায়শই বেআইনী কার্যকলাপের অভিযোগ উঠেছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এর অনেক সদস্যের বিরুদ্ধে। এর প্রেক্ষিতেই তদন্ত শুরু হচ্ছে। ক্যালিফোর্নিয়ার এটর্নি জেনারেল শুক্রবার (২২ জানুয়ারি) জাভিয়ের বেকেরা এক বিবৃতিতে জানান, রাজ্য কর্তৃপক্ষ শেরিফ ডিপার্টমেন্টের বিরুদ্ধে সম্ভাব্য আইন বহির্ভূত কার্যকলাপের তদন্ত করা হবে৷ তিনি জানান, 'লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের অনেক সদস্যের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে কিছু অভিযোগ এসেছে। এর মধ্যে আছে আইন বহির্ভূত কার্যক্রম, প্রতিশোধপরায়নতা ও অন্যান্য বেআইনী কার্যক্রম'। মূলত কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট অফিসের সদস্যরা বিভিন্ন সময় অনেকের উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগে সমালোচিত হয়েছে। এর মধ্যে ১৮ বছরের এক কিশোরককে গুলি করার দায়ে সমালোচনার শিকার হতে হয়েছে সবচেয়ে বেশি। এছাড়া ডিপার্টমেন্টের সদস্যরা নিজস্ব গ্যাং বাহিনী গড়ে তুলেছে। এরা সবাই একটি নির্দিষ্ট ট্যাটু ব্যবহার করে ও বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে হিংসাত্মক মনোভাব প্রকাশ করে থাকে। এলএবাংলাটাইমস/ওএম