লস এঞ্জেলেস

পাচারের শিকার ৩৩ শিশু উদ্ধার লস এঞ্জেলেসে

লস এঞ্জেলেসে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৩৩ নিখোঁজ শিশুকে উদ্ধার করেছে। এর মধ্যে আট শিশুকে যৌনকাজের জন্য পাচার করা হয়েছিলো। ইউএস ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর মুখপাত্র লরা এমিলিয়ার এক বিবৃতিতে জানান, লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও এফবিআই এর যৌথ অভিযানে এই শিশুদের উদ্ধার করা হয়েছে। জানুয়ারির ১১ তারিখ থেকে এই অভিযানটির জন্য পরিকল্পনা শুরু করেছে সম্মিলিত বাহিনী। অবশেষে ৩৩ জন নিখোঁজ শিশুসহ এক সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়া শিশুদের অনেকে আগে বিভিন্ন অভিযোগে আটক হয়েছিলো। এর মধ্যে এক শিশু পারিবারিক সহিংসতার শিকার হয়ে পালিয়ে গিয়েছিলো। এছাড়া আরো আট শিশুকে জোরপূর্বক যৌনকাজের জন্য পাচার করা হয়েছিলো। এফবিআই এর মুখপাত্র জানান, পাচারের শিকার অনেক শিশুই জানে না তাদেরকে আদৌ পাচার করা হচ্ছিলো কী না। এছাড়া এদের মধ্যে অনেককে পাচার করে যৌনকাজে বাধ্য করা হচ্ছিলো'। সাম্প্রতিক সময়ে জোরপূর্বক যৌনকাজ ও শ্রমের জন্য শিশু পাচারের ঘটনা অনেক বেড়ে গেছে। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত এফবিআই এর হাতে
১ হাজার ৮০০টি পাচারের মামলা রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম