লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় শনাক্ত হলো করোনার নতুন আরেক স্ট্রেইন!

ক্যালিফোর্নিয়ার একদল গবেষক এবার করোনার সম্পূর্ণ নতুন এক স্ট্রেইন খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, এই স্ট্রেইন প্রথম ক্যালিফোর্নিতেই শনাক্ত হয়েছে। এই স্ট্রেইনের কারণে করোনার অন্যান্য ভেরিয়েন্ট থেকে সংক্রমণ আরো দ্রুত ছড়ায়। দুইটি স্বতন্ত্র গবেষক দল জানিয়েছে, যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া স্ট্রেইন B1.1.7 শনাক্তে কাজ করতে যেয়ে নতুন স্ট্রেইনটি শনাক্ত হয়। এই স্ট্রেইনের কারণেই ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক ছুটিগুলোতে করোনা ব্যাপকহারে ছড়িয়েছে। লস এঞ্জেলেসের সিডার-সিনাই মেডিক্যাল সেন্টারের গবেষক দল জানায়, করোনার নতুন এই স্ট্রেইন অক্টোবার মাসেও শনাক্ত হয়নি। তবে সাম্প্রতিক সময়ে এই স্ট্রেইনটি শনাক্ত হচ্ছে। নতুন এই স্ট্রেইনটিকে প্রাথমিকভাবে বিজ্ঞানীরা B.1.426 নামে চিহ্নিত করেছে। এটির পাঁচটি ভেরিয়েন্ট আছে। এর মধ্যে L452R সংক্রমনটি ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার অনেক জায়গায় ছড়িয়ে গেছে৷ এলএবাংলাটাইমস/ওএম