লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে গ্যাসোলিনের দাম বাড়লো ৩ সপ্তাহে ২০ বার

গত ২১ দিনে লস এঞ্জেলেস কাউন্টিতে গ্যাসের দাম বেড়েছে ২০ বার। শনিবার (২৩ জানুয়ারি) 'সেলফ সার্ভ' গ্যাসোলিনের দাম বেড়েছে ১ দশমিক ৭ সেন্ট। দাম বাড়ার পর গ্যাসোলিনের নতুন দাম দাঁড়িয়েছে ৩ ডলার ৩৯১ সেন্ট৷ মার্চের ১৭ তারিখের পর এটিই সর্বোচ্চ মূল্য। অয়েল প্রাইজ ইনফরমেশন সার্ভিস জানিয়েছে, গত ২১ দিনে গড়ে গ্যাসের দাম বেড়েছে ১৬ সেন্ট। এর মধ্যে শুক্রবার বেড়েছে এক সেন্ট। এরপর শনিবার বেড়েছে ১ দশমিক ৭ সেন্ট। গত সপ্তাহ থেকে গ্যাসোলিনের বর্তমান বাজারমূল্য বেড়েছে ৫ দশমিক ৪ সেন্ট। আর গত এক মাস আগের থেকে বেড়েছে ২০ দশমিক ১ সেন্ট। তবে গত বছরের বাজারমূল্য থেকে বর্তমান বাজারমূল্য ২০ দশমিক ২ সেন্ট কম রয়েছে। লস এঞ্জেলেস কাউন্টির মতো অরেঞ্জ কাউন্টিতেও গ্যাসোলিনের দাম বেড়েছে। মার্চের পর থেকে এখন সর্বোচ্চ বাজারমূল্যে পৌঁছেছে গ্যাসোলিনের দাম। টানা ১৮ দিন ধরে অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের দাম বেড়েছে। গত ১৮ দিনে অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের দাম বেড়েছে ১৫ দশমিক ৮ সেন্ট। এর মধ্যে শুক্রবারে দাম বেড়েছে ১ দশমিক ২ সেন্ট। শনিবার ১ দশমিক ৫ সেন্ট বেড়ে বর্তমান বাজারমূল্য রয়েছে ৩ ডলার ৩৭৬ সেন্ট। গত সাতদিনের তুলনায় অরেঞ্জ কাউন্টিতে গড়ে দাম বেড়েছে ৫ দশমিক ৮ সেন্ট। গত এক মাসের তুলনায় দাম বেড়েছে ২০ দশমিক ১ সেন্ট। তবে গত বছরের তুলনায় দাম ১৬ দশমিক ৩ সেন্ট দাম কম রয়েছে৷ এলএবাংলাটাইমস/ওএম