লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় 'সমকামী বিরোধী' বক্তব্যের জেরে গীর্জায় বোমা হামলা

ক্যালিফোর্নিয়ার এল মন্টের একটি চার্চে শনিবার (২৩ জানুয়ারি) সকালে বোমা হামলা হয়েছে। মূলত গীর্জাটির সমকামী বিরোধী অবস্থানের কারণেই এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এল মন্টে অবস্থিত ফার্স্ট ওয়ার্ক চার্চে বোমা হামলার ঘটনায় ইউএস ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত শুরু করেছে। এফবিআই সূত্র জানিয়েছে, ওই চার্চে বোমা হামলার ঘটনা ঘটেছে। ভবনটির ভিতর একটি বোমা ছুঁড়েছে হামলাকারীরা। এল মন্টের পুলিশ চিফ ডেভিড রেনোসো বোমা হামলার ঘটনা স্বীকার করে জানান, ভবনের ভিতর কেউ ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ছুঁড়ে বোমা হামলা চালিয়েছে৷ এফবিআই এর মুখপাত্র লরা এমিলিয়ার বলেন, ঘটনাটি হেইট ক্রাইম কী না, সেটি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার্চটির সমকামী বিরোধী অবস্থানের কারণে বোমা হামলার ঘটনা ঘটে থাকতে পারে। লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার হিলডা সোলিস বলেন, এই চার্চটির যাজক মূলত সমকামী বিরোধী বক্তব্য ও নারীবিদ্বেষী ধর্মবক্তৃতা প্রচার করে থাকে। এই কারণে চার্চটিতে হামলা হয়ে থাকতে পারে। মামলাটি হিউম্যান রাইটস কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এল মন্টে পুলিশ লেফটেনেন্ট ক্রিস্টোফার সিনো বলেন, পুলিশ এল মন্টের ২৬০০ এভিনিউ এর চার্চে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীদের সহ সেখানে উপস্থিত হয়। প্রাথমিকভাবে পেট্রোল পুলিশ বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করে। পরে সেখানে উপস্থিত হয়ে জানালা ভাঙ্গা ও ধোয়া দেখতে পায়। বোমা হামলার পর সাধারণত এমন ধোঁয়া নির্গত হতে দেখা যায়। এই বিস্ফোরণের পরই পুলিশ দ্রুত আশেপাশের বাড়ি ও এপার্টমেন্টের বাসিন্দাদের সরিয়ে নেয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, হামলার পর চার্চের যাজক ব্রুস মেজিয়া বলেন, এই ঘটনায় আমার বক্তব্য পরিবর্তন হবে না। আমি যা বলেছি সেটি আমি বিশ্বাস করি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এই চার্চ থেকে সমকামী বিরোধী বক্তব্য প্রচার করছিলেন ব্রুস মেজিয়া। এর প্রতিবাদে 'কিপ এল মন্টে ফ্রেন্ডলি' নামের সংগঠন চার্চের সামনে রবিবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। এর আগেই এই হামলার ঘটনা ঘটেছে। এলএবাংলাটাইমস/ওএম