লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বৃষ্টি ও তুষারপাত, বাড়বে শীত

লস এঞ্জেলেসে চলছে শীতকাল। তবে সাম্প্রতিক সময়ের উষ্ণ আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে অনেকেই গ্রীষ্মকাল চলছে ভেবে ভুল করতে পারেন। তবে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস সেন্টার জানায়, খুব শীঘ্রই কাঙখিত শীতের দেখা মিলবে লস এঞ্জেলেস কাউন্টিতে। এর কারণ, চলতি ও আগামী সপ্তাহে ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানিয়েছে, লস এঞ্জেলেসে পরপর তিনটি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এইসব ঝড়ে তাপমাত্রা কমে আসবে, পাহাড় সাদা হবে তুষারে আর বৃষ্টি হবে চার ইঞ্চির বেশি। ইতোমধ্যে শনিবার (২৩ জানুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টি, অরেঞ্জ ও ভেনচুরা কাউন্টিতে বৃষ্টি হয়েছে। শনিবার লস এঞ্জেলেসে মৃদু বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে বিভিন্ন পার্বত্য অঞ্চলে তুষার জমে গেছে৷ সান গ্যাব্রিয়েল মাউন্টেইনে পাঁচ ইঞ্চি পর্যন্ত তুষার জমা হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টিতে রবিবার ও সোমবারে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। রবিবার বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে৷ তবে তুষারপাত কমে যাবে। সোমবার পর্যন্ত থেমে থেমে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পুরো সপ্তাহ জুড়েই ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে। প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত ২.৫ ইঞ্চি। পূর্বাভাসে বলা হয়েছিলো, আগামী কয়েকদিন এ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে দুই থেকে তিন ইঞ্চি। চলতি মাসের শেষ পর্যন্ত প্রতি তিন-চারদিন পরপর এমন ঝড়ো আবহাওয়ার বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ফোনিক্স, ইয়োমা ও অ্যারিজোনাতেও বৃষ্টিপাত হবে। ফোনিক্স এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে ছয় থেকে সাত দিন। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের অর্ধেক ও নেভাদায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে রোববার থেকে সোমবার। এলএবাংলাটাইমস/ওএম