লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় আবারো একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, শুক্রবার (২২ জানুয়ারি) রাজ্যটিতে ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের নতুন রেকর্ড হলেও আক্রান্তের সংখ্যা কমেছে রাজ্যটিতে। শুক্রবার রাজ্যজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছিলো ২৩ হাজার ২৪ জন। এর আগে একদিনে সর্বোচ্চ মৃতের রেকর্ড ছিলো সর্বোচ্চ ৭০৮ জন। চলতি মাসের ৮ তারিখে এই রেকর্ড হয়েছিলো। গত দুইদিনে ক্যালিফোর্নিয়ায় ১ হাজার ৩৩৫ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রাজ্যটিতে ৩৬ হাজার জন বাসিন্দা মারা গেছেন। মৃতের সংখ্যা বাড়লেও নতুন করে আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, ক্যালিফোর্নিয়ার চলমান সংক্রমণের ঢেউ এবার থামতে পারে। গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিলো ৫৪ হাজার জনে। সেই তুলনায় আক্রান্তের সংখ্যা এখন অর্ধেকে নেমে এসেছে। রাজ্যটিতে গত সাতদিনের আক্রান্তের গড় ছিলো ২৯ হাজার। গত সপ্তাহের তুলনায় আক্রান্তের গড় ছয় হাজার কমেছে। এছাড়া আক্রান্তের পাশাপাশি শনাক্তের হার আগের তুলনায় ১৫ শতাংশ কমেছে। শনাক্ত কমে যাওয়ায় হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমে যাবে। ইতোমধ্যে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ২০ হাজারে নেমে এসেছে। গত দুই সপ্তাহের আগের থেকে এটি ১০ শতাংশ কম। এদিকে, লস এঞ্জেলেস কাউন্টিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম ২৪ দিনে মারা গেছে ৫ হাজার বাসিন্দা। শনিবার (২৩ জানুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা গেছে ২৬৯ জন বাসিন্দা। আক্রান্ত হয়েছে আরো ১০ হাজার ৫৩৭ জন বাসিন্দা। করোনার শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ১৬২ জনে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮৮৭ জন। লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সূত্র মতে, মার্চ মাসে করোনার শুরু থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত মারা গিয়েছিলো ১০ হাজার বাসিন্দা। এদিকে চলতি মাসেই করোনায় মারা গেছে আরো ৫ হাজার বাসিন্দা। ২৪ দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১০৬ জন বাসিন্দা। এলএবাংলাটাইমস/ওএম