লস এঞ্জেলেস

বাতিল হবে ক্যালিফোর্নিয়ার 'স্টে এট হোম' অর্ডার

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া রাজ্যে জারি থাকা স্টে এট হোম অর্ডার উঠে যেতে পারে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসামের অফিস ঘনিষ্ঠ এক সূত্র বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেছে। গত বছরের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ অত্যধিক মাত্রায় বাড়তে থাকায় রাজ্যজুড়ে এই স্টে হোম অর্ডার জারি করেছিলো কর্তৃপক্ষ। গভর্নর নিউসামের অফিস সূত্র জানায়, আগামী সোমবার থেকে ক্যালিফোর্নিয়ার স্টে হোম অর্ডার বাতিল হতে পারে। পাশাপাশি আগামী সপ্তাহের শেষদিকে বাসিন্দারা রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার অনুমতি পাবেন বলেও মনে করা হচ্ছে। এর আগে ক্যালিফোর্নিয়াকে পাঁচটি আলাদা অঞ্চলে ভাগ করে স্টে হোম অর্ডার জারি করে কর্তৃপক্ষ। যেই অঞ্চলের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে জরুরি বিভাগে ১৫ শতাংশের কম আসন খালি থাকবে, সে অঞ্চলে মূলত স্টে হোম অর্ডার কার্যকর করার কথা জানায় কর্তৃপক্ষ। স্টে হোম অর্ডারের পর রাজ্যের পানশালা, হেয়ার সেলুন, নেইল শপ ও পার্সোনাল কেয়ার সার্ভিস বন্ধ করা হয়েছিলো। সেই সাথে যে কোনো ধরণের জন সমাগম করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। একই সাথে রেস্টুরেন্টে বসে খাওয়ার উপর নিষেধ জারি করা হলেও ফুড ডেলিভারি সার্ভিস চালু ছিল। ক্যালিফোর্নিয়ার অঞ্চলগুলোর মধ্যে বে এরিয়া, সান জোয়াকুইন ভ্যালি এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়া রিজিওনে স্টে এট হোম অর্ডার কার্যকর রয়েছে। এর আগে নরদার্ন ক্যালিফোর্নিয়ায় ও সেক্রামেন্টো রিজিওনের স্টে হোম অর্ডার উঠিয়ে নেয় কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া পাবলিক হেলথ কাউন্টির এক কর্মকর্তা বিবৃতিতে জানান, 'ক্যালিফোর্নিয়ায় যে ভয়াবহ সংক্রমণের ঢেউ শুরু হয়েছিলো, সেটি আপাতত থেমে গেছে বলে মনে করা হচ্ছে। তাই স্টে হোম অর্ডার নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে'। তবে ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর কর্তৃপক্ষের হাতে নিজস্ব স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা জারির ক্ষমতা বহাল থাকবে। এলএবাংলাটাইমস/ওএম