লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু

লস এঞ্জেলেস কাউন্টির পেনারোমা সিটিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজন মারা গেছেন। ওই পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃত দুইজন সম্পর্কে বাবা ও মেয়ে। সোমবার (২৫ জানুয়ারি) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মৃত পিতার নাম ফার্ডিনান্ড তাজেদা (৫৩) ও মেয়ের নাম জেনিস রায়েন তাজেদা (২০)। লস এঞ্জেলেস পুলিশের মুখপাত্র জানান, রাত ৩টা ৩০ মিনিটে বৈদ্যুতিক লাইনে গোলাযোগের খবর পেয়ে পুলিশ টুপার স্ট্রিটের ১৪ হাজার ৭০০ ব্লকে পৌঁছে। সেখানে যেয়ে দুইজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বিদ্যুতস্পৃষ্ট হয়ে এদের মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানায়, একটি ছোট বিস্ফোরণের শব্দ শুনে ফার্ডিনান্ড তাজেদা বাড়ির বাইরে বের হয়। বৃষ্টি হওয়ায় বাড়ির পিছনে পানি জমেছিলো ও বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে পানিতে পড়ে ছিলো। বৈদ্যুতিক লাইন পরীক্ষা করতে পানিতে নেমেই বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। এরপর বাবাকে খোঁজ করতে বাড়ির বাইরে যায় মেয়ে জেনিস রায়েন তাজেদা। বাবাকে পানিতে পরে থাকতে দেখে মেয়েটিও পানিতে নামলে সেও বিদ্যুতায়িত হয়ে মারা যায়। আপাতত ওই বিদ্যুতের লাইন থেকে সবাইকে দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সেই সাথে ঝড় বৃষ্টির পর অন্যান্য বাসিন্দাদেরকে বিদ্যুতের খুঁটি ও তার থেকে দূরে অবস্থান করতে বলা হয়েছে। বাবা-মেয়ের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখছে লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অব পাওয়ার এন্ড ওয়াটার। এলএবাংলাটাইমস/ওএম