লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার নিম্ন আয় ও বৈধ কাগজহীনরা পাচ্ছে ৬০০ ডলার প্রণোদনা ভাতা

করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বাসিন্দা ও বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের জন্য ৬০০ ডলার করে প্রণোদনা ভাতা দেওয়ার ব্যাপারে ঐকমত হয়েছেন গভর্নর গেভিন নিউসাম ও রাজ্যের আইনপ্রণেতারা। মাল্টি-বিলিয়ন ডলারের এই প্রণোদনা প্যাকেজটিতে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষিক্ষেত্রের সাথে সম্পর্কিতদের জন্যও বরাদ্দ রাখা হয়েছে। ৯ দশমিক ৬ বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজের জন্য বরাদ্দ পেয়েছে ক্যালিফোর্নিয়া। এর মধ্যে দুই বিলিয়ন ডলার ক্ষুদ্র ব্যবসায়ীদের ও অলাভজনক অনুদান খাতে ব্যয় করা হবে। আরো দুই বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ট্যাক্স রিলিফ ভাতার জন্য বরাদ্দ করা হয়েছে৷ এছাড়া ২৪ মিলিয়ন ডলার ফার্ম ও ফুড প্রসেসিং সেক্টরে কর্মরত করোনা আক্রান্তদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। কারা এই প্রণোদনা ভাতা পাবেন? করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ ৭০ হাজার নিম্ন আয়ের পরিবারকে এই ভাতা দেওয়া হবে। যেসব পরিবারের বছরে আয় ৩০ হাজার ডলারের কম, তারা এই ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া বৈধ কাগজপত্রহীন বাসিন্দারাও ভাতার অর্থ পাবেন। ট্রাম্প প্রশাসনের আমলে এসব বাসিন্দাদের ফেডেরাল স্টিমুলাস পেমেন্ট থেকে বাদ দেওয়া হয়। একই সাথে যাদের ট্যাক্স রিটার্ন ক্লিয়ার রয়েছে ও বছরে ৭৫ হাজার কম আয় করেন, সেসব একক আয়কারী ৬০০ ডলার করে ভাতা পাবেন। এছাড়া যারা ইআইটিস এর আওতায় ৩০ হাজারের কম আয় করেন ও আইটিন এর আওতায় একক আয়কারী হিসেবে বছরে ৭৫ হাজার ডলারের কম আয় করে, তারা দুইটি পেমেন্ট পাবেন। এলএবাংলাটাইমস/ওএম