লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে কেন্ট স্ট্রেইনে আক্রান্ত আরো দুইজন

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনার মিউটেশন ভাইরাস কেন্ট স্ট্রেইনে আরো দুইজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে কেন্ট স্ট্রেইনে মোট ১৪ জন আক্রান্ত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। অন্যথায় কেন্ট স্ট্রেইন B.1.1.7 আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে বলে উল্লেখ করেন তাঁরা৷ লস এঞ্জেলেস কাউন্টি ডিরেক্টর অব পাবলিক হেলথ বারবারা ফেরের বলেন, 'যুক্তরাজ্য থেকে ছড়ানো কেন্ট স্ট্রেইন লস এঞ্জেলেস কাউন্টিতে সংক্রমিত হতে শুরু করেছে৷ এছাড়া করোনার অন্যান্য ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও বাড়ছে'। তিনি বলেন, 'করোনার সংক্রমণ, হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ও মৃতের সংখ্যা কমেছে। তবে সঠিক স্বাস্থ্যবিধি মেনে না চললে কেন্ট স্ট্রেইন মহামারি আকার নিতে পারে'। স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করছেন, করোনার টিকা কেন্ট স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকরী হবে। তবে শঙ্কার বিষয় হচ্ছে, কেন্ট স্ট্রেইন সাধারণ ভাইরাসের থেকে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেশি দ্রুত ছড়ায়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪২টি রাজ্যে কেন্ট স্ট্রেইন ছড়িয়ে গেছে'। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, আগামী মার্চের পর কেন্ট স্ট্রেইন মহামারি আকার নিতে পারে। এছাড়া যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন, করোনার এই স্ট্রেইন আরো মরণঘাতী হবে। তবে এখনো এই বিষয়ে সুস্পষ্ট তথ্য-প্রমাণ হাতে আসেনি। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ কর্মকর্তারা বাসিন্দাদের ছয় ফুট সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক ব্যবহার করা ও অসুস্থ অনুভব করলে বাড়িতে থাকতে পরামর্শ দিয়েছিলেন। মারাত্মক এক সংক্রমণের ঢেউ থেকে উঠে কিছুটা স্থিতিশীল অবস্থানে গেছে লস এঞ্জেলেস কাউন্টি। এর মধ্যে কেন্ট স্ট্রেইন ছড়িয়ে পড়লে কাউন্টির অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে বলে সতর্ক করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। শনিবার (২০ ফেব্রুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টিতে ২ হাজার ৩৯৩ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়। এছাড়া মারা গেছে আরো ১৩৬ জন। লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালে করোনা রোগী ভর্তি আছে ২ হাজার ৩৬৯ জন। দুই সপ্তাহ আগের থেকে সংখ্যাটি কমে গেছে ৪৪ শতাংশ। তবে বৈরি আবহাওয়ার কারণে বেশকিছু টিকাদান কেন্দ্র বন্ধ রাখা রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম