লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে আবারো টিকাদান কার্যক্রম চালু হচ্ছে

বৈরি আবহাওয়ার কারণে টিকার ডোজ না পৌঁছায় লস এঞ্জেলেসে বেশ কিছুদিন বন্ধ ছিলো টিকাদান কার্যক্রম। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আবার চালু হচ্ছে টিকাদান কার্যক্রম। লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি বিবৃতিতে জানান, আগামী মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে লস এঞ্জেলেসের বন্ধ টিকাদান কেন্দ্রগুলো আবার খুলে দেওয়া হচ্ছে। গত সপ্তাহে টিকা সংকটের কারণে ডজার স্টেডিয়াম টিকাকেন্দ্রসহ বৃহৎ ছয়টি টিকা কেন্দ্র বন্ধ ছিলো। ১২ হাজার বাসিন্দার এপয়েনমেন্ট নির্ধারিত সময়ে দেয়া সম্ভব হয়নি এর ফলে। এছাড়া টেনেসে ও কেন্টাকির ৬০ হাজার ডোজ টিকা আসতে দেরি হয়। এছাড়া অরেঞ্জ কাউন্টির ডিজনিল্যান্ড টিকাদান কেন্দ্রও টিকা সংকট থাকায় বন্ধ ছিলো। মেয়র এরিক গারসেটি জানান, টিকার ডোজ আবার পরিবহণ শুরু হয়েছে। আগামী মঙ্গলবার থেকেই আবার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। যাদের টিকা দেওয়ার এপয়েনমেন্ট ছিলো, তাদের সোমবার টিকা নেওয়ায় সময়সূচি জানিয়ে দেওয়া হবে। এলএবাংলাটাইমস/ওএম