লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়াবাসীর ৬০০ ডলার স্টিমুলাস ভাতা পাশ করলেন আইনপ্রণেতারা

ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা ৫০ লাখ ৭০ হাজার বাসিন্দার জন্য এককালীন ৬০০ ডলার স্টিমুলাস পেমেন্টের ভাতা পাশ করলেন। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য এই ভাতা পাশ করানো হয়েছে৷ সোমবার (২২ ফেব্রুয়ারি) রাজ্যের আইনসভায় এই বিলটি বড় ব্যবধানে পাশ হয়। কংগ্রেসের আরেকটি স্টিমুলাস চেক বিল পাশের আগেই রাজ্য আইনসভা এই বিলটি পাশ করালো। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বলেন, আগামী মঙ্গলবার এই বিলটিতে স্বাক্ষর করা হবে। যারা ভাতা পাওয়ার জন্য বিবেচ্য হবে, তারা আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে তাদের ভাতা পেয়ে যাবে। তবে তার আগে তাদের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন অর্থ পাবে সেসব বাসিন্দা যারা বছরে ৩০ হাজারের কম আয় করেন তারা। এছাড়া বৈধ কাগজপত্রহীন বাসিন্দারাও ভাতার অর্থ পাবেন। ট্রাম্প প্রশাসনের আমলে এসব বাসিন্দাদের ফেডেরাল স্টিমুলাস পেমেন্ট থেকে বাদ দেওয়া হয়। একই সাথে যাদের ট্যাক্স রিটার্ন ক্লিয়ার রয়েছে ও বছরে ৭৫ হাজার কম আয় করেন, সেসব একক আয়কারী ৬০০ ডলার করে ভাতা পাবেন। এছাড়া যারা ইআইটিস এর আওতায় ৩০ হাজারের কম আয় করেন ও আইটিন এর আওতায় একক আয়কারী হিসেবে বছরে ৭৫ হাজার ডলারের কম আয় করে, তারা দুইটি পেমেন্ট পাবেন। ৯৩৩ মিলিয়ন ডলার পাবে বয়স্ক ও নিম্ন আয়ের বাসিন্দা, দৃষ্টিহীন ও শারীরিক প্রতিবন্ধীরা। এলএবাংলাটাইমস/ওএম