লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে টাইগার উডস

লস এঞ্জেলেসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুই পা, গোড়ালি ও শরীরের অন্যান্য আরো কিছু স্থানে আঘাত পেয়েছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। দীর্ঘ সময় ধরে তাঁর অস্ত্রোপচার চলার পর চিকিৎসকেরা জানান, উডসের অবস্থা আশঙ্কাজনক নয়। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রোলিং হিলস এস্টেট ও র‌্যাঞ্চো পালোস ভার্দাসের সীমান্তবর্তী এলাকায় উডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জায়গাটি লস এঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের প্রধান অ্যালেক্স ভিলানুয়েভা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে উডসের গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেনি। খাঁড়া রাস্তায় বাঁক নেওয়ার সময় সেটি উল্টে কয়েকবার গড়াগড়ি খেয়ে খাঁদে পড়ে যায়। গাড়িটি প্রথমে রাস্তা বিভাজক এবং পরে একটি গাছে ধাক্কা মেরেছিল। ৪৫ বছর বয়সী টাইগার উডসকে উদ্ধার করে অগ্নিনির্বাপণকারী দল ও প্যারামেডিকরা। উদ্ধারের সময় উডসের জ্ঞান ছিল। তার শরীরে সিটবেল্টও ছিল। প্রাথমিভাবে জানা গেছে, গাড়ি চালানোর সময় মদপান কিংবা অন্য কোনো মাদক গ্রহণ করেননি তিনি। লস এঞ্জেলেসের কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা বলেন, ‘যেহেতু রাস্তাটি ঢালু এবং সেখানে বাঁক রয়েছে, সেহেতু ওই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। এটা অস্বাভাবিক কিছু নয়।’ জানা গেছে, উডসের দুটি পায়ের হাড়ই ভেঙেছে। গোড়ালিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্ক্রু ও স্পাইন লাগিয়ে অস্ত্রোপচার করা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম