লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে গ্রোসারি ও ফার্মেসি কর্মীরা পাবেন ঘণ্টায় বাড়তি ৫ ডলার

লস এঞ্জেলেসের অবিচ্ছিন্ন এলাকার গ্রোসারি ও ফার্মেসী কর্মীরা প্রতি ঘণ্টায় বাড়তি ৫ ডলার করে পাবেন। করোনা মহামারিতেও কাজ চালিয়ে যাওয়ায় এটিকে 'হিরো পে' হিসেবে সাব্যস্ত করা হচ্ছে। দ্য লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজার মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ৪-১ ভোটে এই হিরো পে পাশ করেন। আগামী ১২০ দিন প্রতি ঘন্টায় বাড়তি পাঁচ ডলার করে পাবেন গ্রোসারি ও ফার্মেসি কর্মীরা। ন্যাশনাল গ্রোসারি এন্ড ড্রাগ রিটেইলরের সুপারভাইজার হিলডা সোলিস ও হলি মিচেল প্রথম দ্য লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজার বরাবর মজুরি বাড়ানোর আবেদন জানান। মজুরি বাড়ানোর আবেদন গৃহীত হওয়ার পর প্রতিক্রিয়ায় তারা জানান, করোনার এই ক্রান্তিকালে গ্রোসারি ও ওষুধের দোকানের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। ফুড সিস্টেম চালু রাখতে ও কমিউনিটিকে স্বাস্থ্যসেবা দিতে এসব কর্মীরা অনেক স্বল্প মজুরিতে কাজ করে যাচ্ছে। করোনার শুরু থেকেই তারা নিষ্ঠার সাথে বাসিন্দাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই তাদের মজুরি বাড়ানো অত্যন্ত প্রয়োজন ছিলো। যেসব প্রতিষ্ঠানের সারাদেশে কমপক্ষে ৩০০ কর্মী রয়েছে ও প্রতি স্টোরে অন্তত ১০ জন কর্মী রয়েছে, সেসব প্রতিষ্ঠানকে কর্মীদের এই বর্ধিত মজুরি দিতে হবে। এর আগে গত বছরের মার্চে কিছু প্রতিষ্ঠান দেশের বিভিন্নস্থানে ঘণ্টায় দুই থেকে চার ডলার করে মজুরি বাড়িয়েছিলো। তবে সেই বর্ধিত মজুরির সময়সীমা মে মাসেই শেষ হয়ে গেছে। এলএবাংলাটাইমস/ওএম