লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে করোনায় মৃত ২০ হাজার ছাড়ালো

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মোট মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো। করোনার শুরু থেকে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা হলো ২০ হাজার ৫৭ জন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টিতে মারা গেছে ১৫৭ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ২০৯১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৮৩ হাজার ৩৭৮ জন। লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথের ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'আমরা করোনায় যাদের হারিয়েছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা। এই ২০ হাজার মৃত্যু খুবই দুঃখজনক'। যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়ানোর পর লস এঞ্জেলেস কাউন্টিতে ২০ হাজার মৃত্যুর রেকর্ড হলো। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রতি লাখে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ দশমিক ৩ শতাংশ ও শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশ। তবে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টি কঠোর পার্পেল টায়ারে রয়েছে। ফলে বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসা ও শিক্ষা
প্রতিষ্ঠান। তবে যেহেতু আক্রান্ত ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা অনেক কমে গেছে, ফলে লস এঞ্জেলেস কাউন্টি রেড টায়ারে খুব শীঘ্রই চলে আসতে পারে। এতে কিছু লকডাউনের নিয়ম-কানুন শিথিল করা হবে। এলএবাংলাটাইমস/ওএম