লস এঞ্জেলেস

আবারো বন্ধ করা হলো ডিজনিল্যান্ড টিকাকেন্দ্র

ক্যালিফোর্নিয়ায় চলমান বৈরি আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে আবারো বন্ধ করা হলো অরেঞ্জ কাউন্টির বৃহৎ ডিজনিল্যান্ড টিকাদান কেন্দ্র। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) অরেঞ্জ কাউন্টির ফিফথ ডিস্ট্রিক্ট সুপারভাইজার লিসা বারটলেট এই ঘোষণা দেন। লিসা বারটলেট জানান, অরেঞ্জ কাউন্টির বৃহৎ ডিজনিল্যান্ড টিকাদান কেন্দ্রের তাবু ঝড়ো বাতাসে আগেও ক্ষতিগ্রস্ত হয়েছিলো। তাই চলমান বৈরি আবহাওয়ার কারণে টিকাদান কেন্দ্রটি সাময়িক সময়ের জন্য আবারো বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আগামী শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাতাস কমে গেলে টিকাদান কেন্দ্রের কার্যক্রম আবার চালু করে দেওয়া হবে বলে জানান লিসা বারটলেট। ডিজনিল্যান্ড টিকাদান কেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। তবে কেন্দ্র বন্ধের কারণে যাদের টিকা গ্রহণের এপয়েনমেন্টের তারিখ পিছিয়ে গেছে, দ্রুত তাদের তারিখ রিশিডিউল করা হবে। এর আগে, দেশজুড়ে শৈত্য বিপর্যয়ের কারণে টিকা পরিবহণ ও বিতরণ কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ায় টিকা সংকট সৃষ্টি হয়েছিলো। ফলে কিছুদিন আগেও বন্ধ করা হয়েছিলো এই টিকা কেন্দ্রটি। এলএবাংলাটাইমস/ওএম