লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা টিকা পাচ্ছেন আগামী সপ্তাহে

আগামী সপ্তাহের সোমবার (১ মার্চ) থেকে করোনা টিকা পেতে যাচ্ছেন লস এঞ্জেলেসের শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্টরা। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে প্রায় ৬ লাখ ৯১ হাজার শিক্ষক ও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্টরা টিকা পাবেন। তবে টিকা গ্রহণের অগ্রীম রিজার্ভেশন নিতে বেশ বেগ পেতে হতে পারে তাদের। কারণ লস এঞ্জেলেস কাউন্টিতে টিকা সংকট রয়েছে। লস এঞ্জেলেস কাউন্টি সম্প্রতি ২ লাখ ডোজ টিকার বরাদ্দ পেয়েছে। আগামী সপ্তাহে ১১ শতাংশ শিক্ষক এবং শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্টদের টিকার আওতায় আনা হবে। যদি টিকা সরবরাহ গতিশীল পর্যায়ে থাকে তাহলে দ্রুত টিকা গ্রহণ করতে শিক্ষকদের প্রতি আহবান জানান লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এর নেতারা। লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এর অধ্যক্ষ অস্টিন বুয়েটনার জানান, এলিমেন্টারি স্কুলগুলো খুলে দেওয়ার আগে অন্তত ২৫ হাজার কর্মীকে টিকা গ্রহণ করতে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। টিকা পেতে করণীয় কী? শিক্ষা সংশ্লিষ্ট ও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্টদের টিকা পেতে করণীয় কী জেনে নিন- ১) প্রথমেই পিকচার আইডির প্রয়োজন পড়বে। ২) যেখান থেকে টিকা গ্রহণ করবেন, সেখানে কাজ বা বসবাসের প্রমাণ দেখাতে হবে। ৩) শিক্ষা সংশ্লিষ্ট সেক্টর বা শিশু স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সেক্টরে কাজ করার প্রমাণ দেখাতে হবে। কী কাগজপত্রের প্রয়োজন হবে? সেন্টার-বেজড আর্লি চাইল্ডহুড এড্যুকেটর: স্টেট অব ক্যালিফোর্নিয়া ফর সেন্টার থেকে প্রাপ্ত একটি কপি, বেজ ও চাকরিদাতার চিঠি। ফ্যামিলি চাইল্ড কেয়ার হোম: স্টেট অব ক্যালিফোর্নিয়া ফর সেন্টার থেকে প্রাপ্ত একটি কপি। শিক্ষক: ওয়ার্ক শিডিউল, নাম ও চাকরিদাতার চিঠি। কীভাবে অগ্রীম রিজার্ভেশন করতে হবে? http://myturn.ca.gov/ অথবা
https://laist.com/how-to-new-la/react/your-no-panic-guide-to-the-covid-19-vaccine-is-it-safe-when-can-i-get-it.php এই ঠিকানায় যেয়ে অগ্রীম রিজার্ভেশন করতে হবে। https://www.ccala.net/connect-to-child-care/ এখান থেকেও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্টরা অগ্রীম রিজার্ভেশন দিতে পারবে। এলএবাংলাটাইমস/ওএম